আজকাল ওয়েবডেস্ক: বিমানের মধ্যে হুলস্থুল কাণ্ড। প্রৌঢ়ের তাণ্ডবে বিপাকে পড়লেন গোটা বিমানের যাত্রীরা। বিমানের মধ্যে মহিলা সহযাত্রীর চুলের মুঠি ধরে টেনে বেধড়ক মারধর করার অভিযোগ ওই প্রৌঢ়ের বিরুদ্ধে। যা ঘিরে শেষমেশ উড়ানই বাতিল করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আলাস্কা এয়ারলাইন্সের ২২২১ বিমানে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোর্টল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার জন্য তৈরি ছিল বিমানটি। উড়ানটি ওঠার সময় আচমকা ওই প্রৌঢ় পিছনের সিটে বসা মহিলা যাত্রীর উপর হামলা করেন। তাঁর চুলের মুঠি ধরে মারধর শুরু করেন।
সেই মুহূর্তেই ছুটে আসেন বিমানের ক্রু মেম্বাররা। প্রৌঢ়কে থামানোর চেষ্টা করলেও, মহিলা যাত্রীর উদ্দেশে অশ্লীল মন্তব্য করতে থাকেন। প্রৌঢ়ের এই কাণ্ডের পরেই বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তখনই বিমান বাতিলের ঘোষণা করা হয়।
আলাস্কা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, প্রৌঢ়কে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নিয়ে আসেন ক্রু মেম্বাররা। তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। প্রৌঢ়ের মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেও জানা গেছে। আলাস্কা এয়ারলাইন্সের তরফে ওই প্রৌঢ়কে ব্যান করা হয়েছে। অর্থাৎ আর কখনও আলাস্কা এয়ারলাইন্সের বিমানে প্রৌঢ় যাতায়াত করতে পারবেন না।
