আজকাল ওয়েবডেস্ক: আরও একটি ডার্বি জয়। এবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও মোহনবাগানের জয়। সোমবার নৌহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের একমাত্র গোলটি করেন টংসিন। তবে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই সুযোগ হাতছাড়া করেন জোসেফ জাস্টিন। তবে গোল না হলেও পেনাল্টি নিয়ে প্রশ্ন তোলে বাগান শিবির। চলতি মরশুমে সিনিয়র এবং বয়সভিত্তিক লিগ মিলিয়ে মোট ১২টি ডার্বি হয়েছে। তারমধ্যে ৯টি জিতেছে মোহনবাগান। দুটো ড্র হয়েছে। মাত্র একটি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। 

এদিন প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ম্যাচের ৫৯ মিনিটে বাগানকে এগিয়ে দেন টংসিন। তার পাঁচ মিনিটের মধ্যে সমতা ফেরানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। রাজ বাসফোরের বুকে বল লাগায় পেনাল্টি দেন রেফারি। বাগান ফুটবলাররা প্রতিবাদ করলেও রেফারি নিজের সিদ্ধান্তে অনড় থাকে। কিন্তু বাইরে শট মারেন জোসেফ। ম্যাচে আগাগোড়াই দাপট ছিল বাগানের। গোলের সুযোগও সবুজ মেরুনের বেশি। তবে ইস্টবেঙ্গলের একটি শট পোস্টে লাগে। জানুয়ারির শেষে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্রথম ডার্বি গোলশূন্য ড্র হয়। যার ফলে জোনাল পর্যায় ভাল জায়গায় বাগান।