আজকাল ওয়েবডেস্ক: কটকে রানে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট থেকে বেরিয়েছে ১১৯ রানের ইনিংস। ৯০ বল খেলেছেন। মেরেছেন ১২টি চার ও সাতটি ছয়। একেবারে রোহিত সুলভ।
বর্ডার গাভাসকার ট্রফি থেকেই রানে ছিলেন না রোহিত। সমালোচনা ধেয়ে এসেছিল। অবশেষে সব কিছুর জবাব দিলেন বাইশ গজে। কটকে চেনা রোহিতকেও দেখা গেল।
আর রোহিতের এই ইনিংস দেখে আপ্লুত দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলে দিয়েছেন, রোহিত এই ছন্দ ধরে রাখলে পারলে ভারতই জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজহারের কথায়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রইল শুভেচ্ছা। রোহিত শর্মা এই ছন্দে থাকলে ভারতই জিতবে। একেবারে সঠিক সময়ে রানে ফিরেছে রোহিত।’
আজহার আরও যোগ করেছেন, ‘রোহিত ক্লাস প্লেয়ার। হয়ত রান পাচ্ছিল না। কিন্তু কটকে দুর্দান্ত খেলল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিতকে শুভেচ্ছা।’ রোহিতের অবসর প্রসঙ্গে আজহার বলেছেন, ‘এটা রোহিতের উপরেই ছেড়ে দিন। একজন ক্রিকেটারই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্য।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১৬ ইনিংসে রোহিত করেছিলেন মাত্র ১৬৬। কিন্তু কটকে রোহিত যা খেলেছেন তাতে হিটম্যানকে নিয়ে প্রত্যাশা ফের বেড়েছে। সেটাই বলে দিলেন আজহার।
