মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
পরমা দাশগুপ্ত | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১১ : ৩৯Snigdha Dey
নতুন সিজন নিয়ে হাজির একেনবাবু এবং তার দুই সহচর বাপি এবং প্রমথ। কেমন হল তাদের পুরী সফর? লিখছেন পরমা দাশগুপ্ত।
বেঙ্গালুরু থেকে বোলপুর, ঢাকা থেকে কলকাতা- একের পর এক রহস্য ভেদ করছিলেন তিনি। সাত নম্বর সিজনে টুংকুলুং হয়ে টুক করে পুরী যেতে গিয়েই কি কোথাও কিছু গোলমাল হয়ে গেল? গত কয়েক বছরে বাঙালির পছন্দের গোয়েন্দা হয়ে ওঠা একেনবাবুর অষ্টম অভিযান ‘পুরো পুরী একেন’ দেখতে বসে পুরোপুরি মন ভরল না যেন!
২০১৮ নাগাদ হইচইয়ে হাজির হয়েছিলেন গোলগাল, নিপাট ভালমানুষ, একগাল হাসির এক আদ্যোপান্ত বাঙালি গোয়েন্দা। বাঙালির গোয়েন্দা-প্রেমের সিগনেচার ফেলুদা নয়, বরং লালমোহনবাবুর সঙ্গেই যেন তাঁর বেশি মিল। বিস্তর খাই-খাই আর যখন তখন বাংলা প্রবাদের বেহাল প্রয়োগেও বহাল তবিয়তে চালিয়ে যাওয়া মানুষটা যে আসলে লালবাজারের দুঁদে গোয়েন্দা একেন্দ্র সেন, তা বোঝা বেশ কঠিন। অন্তত বাঙালি পর্দায় যে স্মার্ট, সুঠাম চেহারা আর বিদ্যুৎ গতির চলাফেরার রহস্যভেদীদের দেখতে অভ্যস্ত, তাদের থেকে একেনবাবু (অনির্বাণ চক্রবর্তী) কয়েকশো যোজন দূরে! তবু আট থেকে আশির বাঙালি এক নিমেষেই ভালবেসে ফেলেছিল এই কমেডি গোয়েন্দার মজাদার কাণ্ডকারখানা। সঙ্গে তাঁর দুই স্যাঙাত, বাপি আর প্রমথও ঢুকে পড়েছিল পছন্দের খাতায়। সেই ভালবাসার ঢেউয়ে ভাসতে ভাসতেই চলছিল একের পর এক অভিযান। তবু সাত-সাতটা সিজন পেরিয়ে আট নম্বরে এসে কেমন যেন তাল কেটে গেল!
এবারের রহস্যভেদের ঠিকানা পুরী। এক ভক্তের ডাকে একেনবাবু, বাপি (সুহোত্র মুখোপাধ্যায়) আর প্রমথ (সোমক ঘোষ) হাজির সাগরপাড়ে ছুটি কাটাতে। সেখানে গিয়ে একোনবাবু জানতে পারলেন, ভক্ত নয়, আসলে তাঁকে ডেকে পাঠিয়েছেন তাঁর খোকামামা (বিশ্বজিৎ চক্রবর্তী)। বন্ধু রজতের (শঙ্কর দেবনাথ) ভাগ্নী, জনপ্রিয় কথাকলি শিল্পী পারমিতাকে (রাজনন্দিনী পাল) কে বা কারা খুনের হুমকি দিচ্ছে, তার সমাধান করতে। স্বামী অভীককে (রাহুল অরুণোদয় ব্যানার্জি) নিয়ে পারমিতা গিয়েছিল রঘুরাজপুরে, এক নাচের ফেস্টিভ্যালে যোগ দিতে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। যার তদন্তে নামেন ওড়িশার পুলিশকর্তা নয়ন পট্টবর্ধন (পদ্মনাভ দাশগুপ্ত)। পুরনো বন্ধু ‘নয়না’র সঙ্গে একেন এই রহস্যভেদে নামতে না নামতেই খুন হয়ে যায় পারমিতার ছোটবেলার বন্ধু, একই গুরুর কাছে তালিম নেওয়া আর এক কথাকলি শিল্পী অনুরাধা (রোজা পারমিতা দে)। এর পরে একে খুন হয়ে যায় তাদের গুরুজি (সুরজিৎ ব্যানার্জি), পারমিতা এবং রজত নিজেই। কে আছে এই মৃত্যুমিছিলের নেপথ্যে? কীভাবে তার পর্দা ফাঁস করবেন একেনবাবু? এই নিয়েই এগিয়েছে গল্প।
কাহিনি বা তার ক্লাইম্যাক্স যেমনই হোক, জয়দীপ মুখার্জির পরিচালনায় এবারের এই সিরিজে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কমেডির স্বাদ। ভুলে ভরা বাংলা প্রবাদে যিনি সিদ্ধহস্ত, সেই একেনবাবু পুরীতে পৌঁছে যে ওড়িয়া ভাষাতেও নিজের ছাপ রাখবেন, এ ব্যাপারটা প্রত্যাশিতই ছিল। তবে সিরিজ জুড়ে তার ওভারডোজ হয়ে গেলে স্বাদের ফারাক হয় বৈকি! আর নামী গোয়েন্দা বাংলা প্রবাদে কাঁচা হতে পারেন, তা বলে রঘুরাজপুরকে বারবার ঘুঘুরাজপুর, ঘুঘুডাঙা বলতে থাকবেন- রসবোধের দিক থেকে তা খানিক ফ্যাকাশে ঠেকে। এ ছাড়া নিয়ম করে দুবেলা ওষুধ খাওয়ানোর মতো প্রতি এপিসোডে খাই খাই করার সিন গুঁজে দেওয়াটাও এবার একটু ক্লান্তিকর হয়ে দাঁড়াচ্ছে। একেনবাবুর ভূমিকায় অনির্বাণ যথারীতি দুরন্ত। কিন্তু চিত্রনাট্যে এমন গোলমাল তাঁর পক্ষেও সামাল দেওয়া সহজ নয়।
সমস্যা আছে আরও। ‘বাপি’ বা ‘প্রমথ’র চরিত্রে প্রথমে দেখা যেত সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং বাবলকে। অনির্বাণ-সৌম্য-বাবলের ত্রিমূর্তি যে দর্শকের মনে ধরেছিল, তার একটা বড় কারণ তাঁদের তিন জনের অভিনয়গুণ এবং কমেডি টাইমিংয়ের অনবদ্য কেমিস্ট্রি। ‘একেনবাবু’ বড়পর্দায় পা রাখার সময় থেকেই সৌম্যর জায়গায় ‘বাপি’ হয়ে এসেছেন সুহোত্র। বাবলের বদলে ‘প্রমথ’র চরিত্রে এখন সোমক। দু’জনেই যে ভাল অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। তাঁদের রসবোধেও খামতি নেই। তবু অনির্বাণ-সৌম্য-বাবলের ত্রিকোণমিতি যে তারে বাঁধা ছিল, সেখানে পৌঁছতে এখনও সুহোত্র-সোমকের ঢের দেরি। তার জেরেও খানিকটা তাল কাটছে বটেই।
তবে পর্দায় সবচেয়ে দুর্বল হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞাপনী ইন্টিগ্রেশন। সিরিজের দৃশ্যে বিজ্ঞাপন বোনার কাজটা এত মোটা দাগে হলে তাতে গল্পের মান পড়ে যেতে বাধ্য। তা ছাড়া, শেষের দিকের এপিসোডে হইচই-এর আর এক গোয়েন্দা চরিত্র ‘গোরা’ হাজির। একেনবাবুর অ্যাডভেঞ্চারে যেমন সুহোত্র আছেন ‘বাপি’র চরিত্রে, তেমনই ‘গোরা’র গল্পেও তার সহযোগী হিসেবে দেখা যায় তাঁকেই। ফলে একই সিরিজে গোরা-একেনবাবুর সহাবস্থান ঘটলে সুহোত্র ঠিক কী, সে প্রশ্নও তো উঠতে পারে!
এদিকে, এবারের সিজনে গল্প এগিয়েছে থ্রিলারের চিরচেনা অলিগলি ধরেই। মোটামুটি সরলরেখায়, বাঁক নেই তেমন। আততায়ী খুঁজতে যথারীতি সন্দেহ গিয়ে পড়েছে নানা জনের উপরে। তার পরে শেষপাতে ট্যুইস্টে খানিক চমক। ইদানীং হিন্দি, দক্ষিণী, কোরিয়ান দুরন্ত সব থ্রিলারে ডুবে থাকা দর্শকের তাতে মন ভরবে কিনা বলা অবশ্য মুশকিল।
সুহোত্র, সোমক নিজেদের মতো করে চেষ্টা করে গিয়েছেন। বিশ্বজিৎ, সুরজিৎ বা শঙ্করের মতো জাত অভিনেতাদের সেভাবে চোখ টানার মতো সুযোগ ছিল না গল্পে। যেমন সুযোগ ছিল না পদ্মনাভ বা রাজনন্দিনীরও। যদিও সংক্ষিপ্ত উপস্থিতিতে রাহুলকে ভাল লাগে। তবুও একেনবাবুর এই অভিযানের একটুখানি নম্বর প্রাপ্য। কারণ, অনির্বাণ চক্রবর্তী। একা কুম্ভের মতো তিনিই যে বুঁদিগড় রক্ষা করে কাটিয়ে দিলেন!
#hoichoi#review#puropurieken#webseries#tollywood#entertainmentnews
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
![](/uploads/thumb_37790.jpg)
৯ বছর পর পুনর্মুক্তি, ‘সনম তেরি কসম’ দেখতে এসে প্রেক্ষাগৃহেই কেন ঝরঝর করে কেঁদে ফেললেন দর্শক?...
![](/uploads/thumb_37788.jpg)
পুলিশি নালিশ দায়ের হতেই পথে এলেন রণবীর! কাঁদোকাঁদোভাবে কার কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার? ...
![](/uploads/thumb_37787.jpg)
‘রা-ওয়ান’ ব্যর্থ হয়েছিল কার দোষে? শাহরুখের হার চেয়েছিলেন কারা? বিস্ফোরক পরিচালক অনুভব সিনহা ...
![](/uploads/thumb_37785.jpg)
Breaking: রাণা সরকারের হাত ধরে বড়পর্দায় আসছে মহুয়া রায়চৌধুরীর বায়োপিক, মুখ্যভূমিকায় রাজনন্দিনী! ...
![](/uploads/thumb_37780.jpeg)
ফের চর্চায় পরীমণি, ভালবাসার মরশুমে 'নতুন' শুরুর ইঙ্গিত দিলেন নায়িকা!...
![](/uploads/thumb_37646.jpeg)
২৫ বছরের দাম্পত্যে ভাঙন! আইনি বিচ্ছেদের পথে পরিচালক অনীক দত্ত?...
![](/uploads/thumb_37640.jpg)
Exclusive: ‘সৌমিত্রবাবুর অসুখ ছবিটি দেখতে চেয়েছিলেন পরেশ রাওয়াল’ কেন? ‘দ্য স্টোরিটেলার’-এ কাজ করার অভিজ্ঞতা ভাগ রোহিত ম...
![](/uploads/thumb_37632.jpg)
শেখরের নির্দেশে নাসির-শাবানার সঙ্গে ‘মাসুম ২’-এ যোগ মনোজ বাজপেয়ীর, কবে থেকে শুরু হবে শুটিং? ...
![](/uploads/thumb_37629.jpeg)
স্পোর্টস ড্রামায় সোহম চক্রবর্তী! ফুটবল কোচের ভূমিকায় ফুটিয়ে তুলবেন বাঙালির গর্বকে?...
![](/uploads/thumb_37627.jpg)
‘ধুম’ ছবির অনুকরণে প্রীতমের অফিস থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর! সুরকারের ‘কাছের মানুষ’ অভিযুক্ত?...
![](/uploads/thumb_37555.jpeg)
'বুম্বাদাকে বিয়ে করতে চেয়েছিলাম'-১৮ বছর পর মনের সুপ্ত বাসনা নিয়ে অকপট শুভশ্রী গঙ্গোপাধ্যায়...
![](/uploads/thumb_37549.jpg)
'অপরাধীর মতো আচরণ করা হচ্ছে..' সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে কেন এমন বললেন নাগা চৈতন্য?...
![](/uploads/thumb_37547.jpeg)
Breaking: বড়পর্দায় অভিষেক সব্যসাচীর! ক্রাইম-কমেডির মিশেলে কোন চরিত্রে ধরা দেবেন অভিনেতা?...
![](/uploads/thumb_37542.jpeg)
সইফের উপর হামলাই কাল হল! সমাজমাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন করিনা? ফের ধোঁয়াশা 'বেবো'র পোস্ট ঘিরে ...
![](/uploads/thumb_37541.jpeg)
‘মরতে যাব নাকি...?’কুম্ভে না যাওয়ার কারণ জানালেন ভারতী, কৌতুকাভিনেত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়...