অতীশ সেন, ডুয়ার্স: বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ১০৮ ফুট উঁচু খুঁটিতে বিরাট আকারের জাতীয় পতাকা স্থাপন করা হল। ১৯৬২ সালের ভারত–চীন যুদ্ধে অংশ নেওয়া সৈনিক ও শহিদদের সম্মান জানাতে ২০ অক্টোবর দিনটি ‘ন্যাশনাল সলিডারিটি ডে’ হিসেবে পালন করা হয়। বিন্নাগুড়ি সেনা ছাউনিতে পতাকা স্থাপনের জন্য এই দিনটিকেই বেঁছে নেওয়া হয়েছিল। সেনা ছাউনির প্রবেশ দ্বারের কাছে স্থাপন করা সুউচ্চ খুঁটিতে লাগানো ২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের বিশাল এই পতাকাটি সেনা ছাউনি সহ বিন্নাগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকেও দেখা যাবে। এই পতাকাটি সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ জাগ্রত করতে, একতা এবং স্থানীয় যুবক–যুবতীদের সেনা বাহিনীতে যোগ দেওয়ার উৎসাহ যোগাবে বলে সেনা কর্তারা মনে করছেন। পতাকাটি সেনা বাহিনী ও ‘ফ্লাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে স্থাপন করা হয়েছে বলে জানানো হয়েছে। এই উপলক্ষ্যে প্রাক্তন সেনা আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও আয়োজিত হয়। ছিলেন ফ্লাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অসীম কোহলি। অনুষ্ঠানে ছিলেন সেনা ছাউনির জি.ও.সি ছাড়াও অন্যান্য আধিকারিকরা।
