নিজস্ব সংবাদদাতা: গল্পের নিত্যনতুন মোড়ে দর্শকের মনোযোগ আকর্ষণে এগিয়ে কোন ধারাবাহিক? এক নজরে দেখে নিন কী হতে চলেছে আপনার পছন্দের ধারাবাহিকের আগামী পর্বে?
স্টার জলসা
চিরসখা: কমলিনীর বড়ছেলের বিয়ের সম্মন্ধ পাকা হয়েছে। আশীর্বাদের দিন ঠিক করার সময় পাত্রীর মা বলেন, বাড়ির সবাই সেদিন আসলেও যেন স্বতন্ত্র না যায়। এই কথা শুনে খুব রেগে যায় কমলিনী। জানায়, স্বতন্ত্র তাদের সবচেয়ে আপনজন। সে না গেলে কমলিনীও যাবে না। তবে কি তার জেদের কারণে বাধা পড়বে ছেলের বিয়েতে? উত্তর মিলবে প্রতিদিন রাত নটায়।
রাঙামতি তিরন্দাজ: মায়ের কথায় রাঙাকে বিয়ে করে একলব্য। এদিকে, বহুদিনের প্রেম আহিরির কাছেও প্রতিশ্রুতিবদ্ধ সে। একটু একটু করে রাঙাকে মন দিয়ে ফেলে একলব্য। কিন্তু তাদের মাঝে চলে আসে আহিরি। নিজের অধিকার বুঝে নিতে একলব্যর সঙ্গে বাগদানের কথা বলে সে। এবার কী করবে রাঙামতি? একলব্য কি পারবে নিজের মনের কথা সবার সামনে বলে দিতে? জানতে হলে দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় ধারাবাহিকের আগামী পর্ব।
জি বাংলা
মিত্তির বাড়ি: ভালবাসার মরশুম 'মিত্তির বাড়ি'তে। মনের কথা কি ধ্রুবকে বলতে পারবে জোনাকি? এদিকে বাড়ির পরিবেশ একেবারে প্রেমময়। তাই ঘাবড়ে যায় ধ্রুব। গোলাপ হাতে জোনাকি দেখেও চমকে ওঠে। এবার কি সাহস করে ধ্রুবকে ভালবাসার কথা বলতে পারবে জোনাকি? জানতে হলে প্রতিদিন রাত সাড়ে নটায়, ধারাবাহিকের আগামী পর্ব।
