শনিবার ১৫ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএল অতীত, অস্কারের ফোকাস এবার এএফসি, সুপার কাপে

Sampurna Chakraborty | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩ : ৩৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: আইএসএল এবারের মতো শেষ। বাকি পাঁচ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কঠিন বাস্তব স্বীকার করতে দেরী করলেন না অস্কার ব্রুজো‌। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য। এবার ফোকাস এএফসি এবং সুপার কাপ। আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, চেন্নাই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন। সেই ম্যাচ হেরে সুপার সিক্সের স্বপ্নে জলাঞ্জলি দিয়েছেন। এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে এএফসিই ভরসা। সুপার কাপ নিয়ে সমস্যায় ফেডারেশন। আদৌ হবে কিনা জানা নেই। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে পরবর্তী লক্ষ্য সেট করে ফেলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দলটাকে সংগঠিত করে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের পরবর্তী লক্ষ্য এএফসি এবং সুপার কাপ। আমরা শুনছি সুপার কাপ হবে না। সুপার কাপ চ্যাম্পিয়নরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলে। সুপার কাপ না হলে ফেডারেশন বড় ভুল করবে। পরের সপ্তাহে ডার্বি আছে। তার আগে দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে আসল লক্ষ্য এএফসি।'

দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধে ব্যক্তিগত ভুলে পিছিয়ে পড়ে লাল হলুদ। নির্দিষ্ট কাউকে দোষ দিতে চান না। তবে মেনে নিলেন, প্রথমার্ধে বাঁ দিকের গলদের জন্যই ম্যাচ হাতছাড়া হয়েছে। অস্কার বলেন, 'আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আমি ব্যক্তিগত ভুল নিয়ে কথা বলতে চাই না। তবে কয়েকটা ব্যক্তিগত ভুল হয়েছে। আমাদের বাঁ দিকে সমস্যা ছিল। ওদের ইরফান ভাল খেলেছে। ওরা যা করতে চেয়েছে, করতে পেরেছে। আমাদের প্রতিক্রিয়া দেরীতে এসেছে। বিরতিতে ভুল শোধরানোর চেষ্টা করি। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। এটা পজিটিভ দিক। কিন্তু প্রথমার্ধের ভুল ক্ষমাযোগ্য নয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।' চোট সারিয়ে মাঠে নামেন সল ক্রেসপো, নিশু কুমার, আনোয়ার আলিরা। কিন্তু নিজেদের সেরাটা দিতে পারেনি। এখনও সম্পূর্ণ ফিট নয় ক্রেসপো।‌ অস্কার মেনে নিলেন, তাঁদের নামানো উচিত হয়নি। চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবল, ইনটেনসিটির সঙ্গে মানিয়ে নিতে পারেনি সদ্য চোট সারিয়ে নামা ফুটবলাররা। এটাই দুই অর্ধের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।


East BengalOscar BruzonISL

নানান খবর

নানান খবর

আইএসএলের প্লে অফের দিন ঘোষণা, কবে নামবে মোহনবাগান? ফাইনাল কোথায়?

বুমরার পর অনিশ্চিত স্যামসনও, পারবেন আইপিএলে‌ উইকেটকিপিং করতে?

ইংল্যান্ড সিরিজেও রোহিতই অধিনায়ক থাকছেন?‌ বোর্ড নিল বড় সিদ্ধান্ত 

আইপিএল খেলতে পারবেন বুমরা?‌ এল বড় আপডেট

ঊরুতে চোট, মেসিদের বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার

সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে রোহিত, ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের

শচীনের থেকে হোলি সারপ্রাইজ পেলেন যুবি, কী হল তারপর?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

খারাপ সময় যেন কাটছেই না, কেরিয়ারে এবার বিরাট ধাক্কা, দু’বছরের জন্য ব্যান হ্যারি ব্রুক 

কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

বড় ধাক্কা খেল পন্থের লখনউ, আইপিএলে বলই করতে পারবেন না ৩.৪ কোটির তারকা


রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া