আজকাল ওয়েবডেস্ক: আইএসএল এবারের মতো শেষ। বাকি পাঁচ ম্যাচ শুধুই নিয়মরক্ষার। কঠিন বাস্তব স্বীকার করতে দেরী করলেন না অস্কার ব্রুজো। স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর পরবর্তী লক্ষ্য। এবার ফোকাস এএফসি এবং সুপার কাপ। আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, চেন্নাই ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন। সেই ম্যাচ হেরে সুপার সিক্সের স্বপ্নে জলাঞ্জলি দিয়েছেন। এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে এএফসিই ভরসা। সুপার কাপ নিয়ে সমস্যায় ফেডারেশন। আদৌ হবে কিনা জানা নেই। তবে সেসব নিয়ে মাথা না ঘামিয়ে পরবর্তী লক্ষ্য সেট করে ফেলেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'দলটাকে সংগঠিত করে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের পরবর্তী লক্ষ্য এএফসি এবং সুপার কাপ। আমরা শুনছি সুপার কাপ হবে না। সুপার কাপ চ্যাম্পিয়নরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলে। সুপার কাপ না হলে ফেডারেশন বড় ভুল করবে। পরের সপ্তাহে ডার্বি আছে। তার আগে দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে আসল লক্ষ্য এএফসি।'
দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধে ব্যক্তিগত ভুলে পিছিয়ে পড়ে লাল হলুদ। নির্দিষ্ট কাউকে দোষ দিতে চান না। তবে মেনে নিলেন, প্রথমার্ধে বাঁ দিকের গলদের জন্যই ম্যাচ হাতছাড়া হয়েছে। অস্কার বলেন, 'আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আমি ব্যক্তিগত ভুল নিয়ে কথা বলতে চাই না। তবে কয়েকটা ব্যক্তিগত ভুল হয়েছে। আমাদের বাঁ দিকে সমস্যা ছিল। ওদের ইরফান ভাল খেলেছে। ওরা যা করতে চেয়েছে, করতে পেরেছে। আমাদের প্রতিক্রিয়া দেরীতে এসেছে। বিরতিতে ভুল শোধরানোর চেষ্টা করি। দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। এটা পজিটিভ দিক। কিন্তু প্রথমার্ধের ভুল ক্ষমাযোগ্য নয়। এটাই পার্থক্য গড়ে দিয়েছে।' চোট সারিয়ে মাঠে নামেন সল ক্রেসপো, নিশু কুমার, আনোয়ার আলিরা। কিন্তু নিজেদের সেরাটা দিতে পারেনি। এখনও সম্পূর্ণ ফিট নয় ক্রেসপো। অস্কার মেনে নিলেন, তাঁদের নামানো উচিত হয়নি। চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবল, ইনটেনসিটির সঙ্গে মানিয়ে নিতে পারেনি সদ্য চোট সারিয়ে নামা ফুটবলাররা। এটাই দুই অর্ধের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।
