মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রথম লিগে চার গোলে জেতার পর মহমেডানকে ফিরতি লিগে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলল হায়দরাবাদ এফসি। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে প্রায় সারাক্ষণই। দুই দলই অনেক সুযোগ পেলেও তার খুব কমই কাজে লাগাতে পারে।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা হায়দরাবাদকে ২৪ মিনিটের মাথায় এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যালান পলিস্তা। বিরতির আগে সংযুক্ত সময়ে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান বাড়িয়ে নেন তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন মহমেডানের পরিবর্ত ফরোয়ার্ড মকান চোঠে। ম্যাচের শেষ মুহূর্তে দলকে তৃতীয় গোল এনে দেন হায়দরাবাদের পরিবর্ত ফরোয়ার্ড জোসেফ সানি।
মহমেডানের হয়ে এ দিন প্রচুর গোলের সুযোগ তৈরি করেন তাদের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ। অনেকগুলি গোলের বলও সরবরাহ করেন সতীর্থদের। কিন্তু তাঁর চেষ্টাকে সফল করার মতো কাউকে পাননি তিনি। তাই হায়দরাবাদ জিতলেও এ দিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন গোমেজ। সারা ম্যাচে এ দিন আটটি শট গোলে রাখে মহমেডান, ১৩টি কর্নার আদায় করে নেয়। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি তারা।
এ দিন প্রথম দলে ছ’টি পরিবর্তন করেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গোলে পদম ছেত্রীর জায়গায় খেলেন ভাস্কর রায়। অন্য দিকে হায়দরাবাদ এফসি দু’টির বেশি পরিবর্তন করেনি প্রথম এগারোয়। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম দশ মিনিটের মধ্যে যেমন মহমেডানের মার্ক স্মেরবক ও অ্যালেক্সি গোমেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়, বিকাশ সিংয়ের শট ব্লক করা হয়, তেমনই হায়দরাবাদের সাই গদার্ড, আব্দুল রাবির গোলমুখী শট ব্লক করেন মহমেডান ডিফেন্ডাররা।
খেলা যত গড়ায় তত পরপর ব্যর্থ শটের প্রদর্শনী দেখা যায়। তবে ২২ মিনিটের মাথায় মহমেডানের প্রায় অবধারিত গোল বাঁচান হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং। ফ্রাঙ্কার পাস থেকে বক্সের বাঁ দিক থেকে সোজা গোলে শট নেন স্মেরবক, যা আটকে দেন অর্শদীপ। পরের মিনিটেই প্রায় ৩৫ গজ দূর থেকে গোমেজের নেওয়া শট গোলের বাইরে চলে যায়।
হায়দরাবাদের অনবরত চেষ্টা শেষ পর্যন্ত সফল হয় ২৪ মিনিটের মাথায়, যখন সেন্টার লাইনের ওপার থেকে রফির পাঠানো উড়ে আসা বলে অসাধারণ শট নিয়ে জালে বল জড়ান অ্যালান পলিস্তা। বুক দিয়ে বল নামিয়ে গোলে শটটি নেওয়ার সময় পলিস্তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অগিয়ে ও গৌরব বোরা। কিন্তু কেউই সফল হননি। এগিয়ে আসা ভাস্করের মাথার ওপর তোলা হাতে লেগে বল চলে যায় গোলে (১-০)।
এই গোলের পাঁচ মিনিট পরেই ছ’গজের বক্সের মধ্যে থেকে গোলে শট নেন পলিস্তা। কিন্তু এ বার দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে তা আটকে দেন ভাস্কর। মহমেডান গোল শোধ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তাদের গোলের সুযোগকে গোলে পরিণত করতে না পারার সমস্যা এ দিনও ভোগায় সাদা-কালো বাহিনীকে। ৩১ ও ৩৭ মিনিটের মাথায় গোমেজের গোলমুখী শট সোজা গোলকিপারের হাতে জমা হয়ে যায়।
প্রথমার্ধের সংযুক্ত সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় হায়দরাবাদ। এ বার মহমেডানের বক্সের ঠিক সামনে থেকে নেওয়া অসাধারণ ফ্রি কিক থেকে সোজা জালে বল জড়িয়ে দেন তাদের তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। ভাস্করের বলে হাত লাগাতে পারলেও তিনি আটকাতে পারেননি (২-০)। প্রথমার্ধে হায়দরাবাদের চেয়ে বেশি শট নেন মহমেডানের খেলোয়াড়রা। দুই দলই তিনটি করে শট গোলে রাখে। কিন্তু হায়দরাবাদ দু’টি শটকে গোলে পরিণত করতে পারলেও মহমেডান বরাবরের মতো ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধেও শুরুতেও তাদের এই দুর্বলতা ফের দেখা যায়। ৪৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে জোহেরলিয়ানাকে প্রায় গোলের বল সাজিয়ে দেন গোমেজ। কিন্তু বক্সের মাঝখান থেকে গোলের বাইরে বল পাঠান তিনি। গোমেজ এ দিন ঘন ঘন আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু তাঁর তৈরি সুযোগের সদ্ব্যবহার করার মতো কোনও সতীর্থকে পাননি। কোনও পক্ষেরই রক্ষণ তেমন শক্তিশালী নয়। তাই এই ম্যাচে অ্যাটাকারদের দাপট ছিল দেখার মতো। ফলে দুই গোলকিপারই এ দিন বেশ চাপে ছিলেন।
সতীর্থদের গোলের বল জুগিয়েও কাজ হচ্ছে না দেখে ৫৫ মিনিটের মাথায় প্রায় ৪০ গজ দূর থেকে সোজা গোলে শট নেন গোমেজ। এ বারও অসাধারণ দক্ষতায় ডানদিকে ঝাঁপিয়ে তা আটকে দেন অর্শদীপ। গোল পাওয়ার জন্য ৬৬ মিনিটের মাথায় মনবীর সাইনিকে নামায় মহমেডান, মাঠ ছাড়েন মহম্মদ ইরশাদ। তবে মনবীর নামার পরেও আক্রমণে তীব্রতা বাড়াতে পারেনি মহমেডান। তাই বিকাশের জায়গায় মকান চোঠেকে নামায় তারা এবং তিনি মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যান।
অ্যালেক্সি গোমেজের কর্নারে দুর্দান্ত ব্যাক ফ্লিকে কঠিনতম কোণ থেকে গোলে বল পাঠিয়ে দেন চোঠে (২-১)। এর আগেই গোমেজের অসাধারণ ও তীব্র গতির এক দূরপাল্লার শট কোনও রকমে আটকান অর্শদীপ। তাঁর হাত থেকেই গোললাইনের বাইরে বল যাওয়ায় কর্নার পায় মহমেডান এবং সেই কর্নার থেকেই প্রথম গোল পায় তারা।
দু’গোলে এগিয়ে থাকা হায়দরাবাদ অবশ্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কলকাতার দলের আক্রমণের ধারই ছিল বেশি। ৬১ মিনিটের মাথায় রফির ক্রস থেকে গোলের সুযোগ পান অ্যালান আলবা। কিন্তু তিনি গোলের বাইরে শট নেন। ৭২ মিনিটের মাথায় রফির শটও অল্পের জন্য বাইরে চলে যায়।
সমতা আনার উদ্দেশে নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে ডিফেন্ডার আদিঙ্গার জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার লালরেমসাঙ্গাকে মাঠে নামায় মহমেডান। ৯০ মিনিটের মাথায় সুযোগও পেয়ে যায় তারা। ডানদিক থেকে গোমেজের ক্রস থেকে গোলের সুযোগ পান জোহেরলিয়ানা। কিন্তু তিনি গোলকিপারের হাতে বল তুলে দেন। সংযুক্ত সময়ে বাঁ দিক থেকে অ্যাডিসন সিংয়ের ক্রসে বক্সের মধ্যে ডানদিক থেকে গোলে কোণাকুনি শট নেন রেমসাঙ্গা। এ বারও তা আটকে দেন গোলকিপার অর্শদীপ।
তবে ম্যাচের একেবারে শেষে জোসেফ সানি যে ভাবে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে অসহায় ভাস্করকে সামনে পেয়েও যে ভাবে সাইড নেটে শট নেন, তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। তবে এর দু’মিনিটের মধ্যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি এবং দলকে তৃতীয় গোল এনে দেন। পলিস্তার অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে এই গোলটি করে দলের তিন পয়েন্ট সুনিশ্চিত করে ফেলেন তিনি (৩-১)।
নানান খবর

'ওরা একদম নির্লজ্জ...', হ্যান্ডশেক বিতর্কে এবার পাকিস্তানকে দুষলেন ভারতের প্রাক্তন তারকা

জয় শাহর ভয়েই এশিয়া কাপ থেকে নাম তুলল না পাকিস্তান, তুঙ্গে জল্পনা

'হ্যান্ডশেক কাণ্ডে' সোশ্যাল মিডিয়ায় নিশানায়, মুখ খুললেন প্রাক্তন অজি তারকা

ড্রিম ইলেভেনের পর টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর হতে চলেছে এই সংস্থা, প্রতি ম্যাচে বোর্ড কত টাকা পাবে জানেন?

শাহিন কেন ভারত ম্যাচে এত রান করল! রেগে লাল শ্বশুর আফ্রিদি

বাগান সমর্থকদের নিয়ে ভাবছেন না, পাল্টা হুঙ্কার তুর্কমেনিস্তানের ক্লাবের কোচের

আত্মবিশ্বাসী মোলিনা, এশিয়ায় নিজেদের প্রমাণ করার পালা 'ভারতসেরা' মোহনবাগানের

ভারতের শক্ত গাঁট তারা, এশিয়া কাপে বড় ধাক্কা খেল এই দল, কী হল?

‘সূর্যকুমার সবকিছুর উত্তর দিয়ে দিয়েছে’, করমর্দন কাণ্ডে সাফ সাফ জানিয়ে দিলেন সৌরভ, কী বললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

'ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না পাকিস্তান', আফ্রিদিদের দেখে ভীষণ হতাশ শোয়েব

একপেশে ম্যাচে পাকিস্তানকে ধুলিস্যাৎ, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

কুলদীপের তিন উইকেট, স্পিনারদের জাদুতে ১২৮ রানের টার্গেট সেট করল পাকিস্তান

যত কাণ্ড দুবাইয়ে, তাল কাটল পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময়ে

পাক অধিনায়কের সঙ্গে করমর্দনের রাস্তায় হাঁটালেন না সূর্য, পাকিস্তানকে বয়কট

মনোনয়ন জমা দিলেন সৌরভ, ৬ বছর পর সিএবি সভপতি পদে ফিরছেন মহারাজ

এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘরে বসেই এলপিজি সিলিন্ডার বুক করুন, অনুসরণ করুন এই পদ্ধতি

বাঁধা ধরা সময়ে কাজ করেন না! এই ছুতোয় সবচেয়ে দক্ষ কর্মীর চাকরি খেলেন বস! তারপর কর্তার নিজের যা হাল হল, শিউরে উঠল নেটপাড়া

যখন দুটি মহাসাগর মিলেও মেশে না, রইল ভিডিও

মঙ্গল নয়! এই গ্রহ হতে পারে মানুষের নতুন ঠিকানা

নোংরা জলে সাঁতার কাটলেই বিপদ! ঘিলুখেকো অ্যামিবায় মৃত্যু ১৮ জনের, আতঙ্কে কাঁপছে কেরল

আর এটিএম-এ যেতে হবে না, স্ক্যানার ব্যবহার করেই কেল্লাফতে, মিলবে নগদ!

ছোট্ট আদুরে আলিয়াকে আদরে জড়িয়ে ধরলেন বর্তমান আলিয়া! নতুন এআই ট্রেন্ডে ডুব দিয়ে কী বলছেন অভিনেত্রী?

কোনও কারণ ছাড়াই রাতদিন পা চুলকাচ্ছে? সাবধান! লুকিয়ে থাকতে পারে মারাত্মক রোগ! কখন সতর্ক হবেন?

পুজোর আগে বাঙালির জন্য সুখবর, বিশ্বকর্মা পুজোর সকালেই হাওড়ায় ঢুকছে পদ্মার ইলিশ

ছাতা মাথায় জল-জমা রাস্তা পেরোচ্ছিলেন, আচমকা ধসে গেল আস্ত দেওয়াল, ভিডিওতে ধরা পড়ল মহিলার পরিণতি

খেলতে খেলতে ছাদ থেকে পড়েই মৃত্যু নাবালিকার! দুই সপ্তাহ পর সৎ মায়ের কীর্তি ফাঁস হতেই শিউরে উঠল পুলিশ

নিশানায় ইজরায়েল, মুসলিম বিশ্বে ন্যাটোর আদলে সামরিক বাহিনী গঠনের আহ্বান

সলমন-আমিরের উচ্চতা নিয়ে ব্যঙ্গবিদ্রুপ হৃতিকের! এমন কথা কী করে বলতে পারলেন ‘গ্রিক গড’?

কঙ্গোতে নতুন ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক বিশ্বের সমস্ত দেশ

কিডনি ঝাঁঝরা হওয়ার আগে সতর্কবার্তা দেয় চোখ! এই সব লক্ষণ উপেক্ষা করলেই তিলে তিলে শেষ হবে শরীর

পুজোর আগেই মিলবে বেতন, বাংলায় নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর

‘বলিউডের মসিহা’ থেকে ইডির ‘অভিযুক্ত’? বেটিং অ্যাপ-কাণ্ডে সোনু সুদকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার!

প্রেম করে বিয়ে, তবুও সুখী নন স্ত্রী! স্বামীর বন্ধুর সঙ্গে উদ্দাম যৌনতা , ত্রিকোণ প্রেমের সম্পর্কের চরম পরিণতি

বিবাহবিচ্ছেদ হয়ে গেলে পিএফ-এর টাকা কে পাবে? জেনে নিন নিয়ম

ছ’বছর ধরে সেবা করেছেন রাজ্যের, মহিলা সিভিল সার্ভিস অফিসারের বাড়িতে উদ্ধার ২ কোটি টাকা, সোনার গয়না

পুজোর মুখে বাড়বে দুর্যোগ, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহে কোন জেলায় আগাম সতর্কতা?

‘ছ’টা ভ্যানিটি ভ্যান চাই!’, বলি তারকাদের বিলাসিতায় নিন্দায় আমির, ‘মিঃ পারফেকশনিস্ট’কে পাল্টা একহাত নিলেন বরুণ!

বিশ্বজুড়ে পরিচিত তিনি, ভারতের ধনীতম ইঞ্জিনিয়ারকে চেনেন? তাঁর সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ কোটি টাকা

এক ফোঁটা অসতর্কতায় সংক্রমণের বিপদ! মহিলাদের পাবলিক টয়লেট ব্যবহারের সময় কোন কোন স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি?