সোমবার ২০ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ০১ : ৩৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রথম লিগে চার গোলে জেতার পর মহমেডানকে ফিরতি লিগে ৩-১ গোলে হারিয়ে লিগ ডাবল করে ফেলল হায়দরাবাদ এফসি। শনিবার সন্ধ্যায় ঘরের মাঠে পয়েন্ট টেবলের শেষ দুই দলের মধ্যে ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠলেও দু’পক্ষের মধ্যে গোলের সুযোগ নষ্টের প্রতিযোগিতা চলে প্রায় সারাক্ষণই। দুই দলই অনেক সুযোগ পেলেও তার খুব কমই কাজে লাগাতে পারে।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা হায়দরাবাদকে ২৪ মিনিটের মাথায় এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যালান পলিস্তা। বিরতির আগে সংযুক্ত সময়ে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে ব্যবধান বাড়িয়ে নেন তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন মহমেডানের পরিবর্ত ফরোয়ার্ড মকান চোঠে। ম্যাচের শেষ মুহূর্তে দলকে তৃতীয় গোল এনে দেন হায়দরাবাদের পরিবর্ত ফরোয়ার্ড জোসেফ সানি।
মহমেডানের হয়ে এ দিন প্রচুর গোলের সুযোগ তৈরি করেন তাদের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সি গোমেজ। অনেকগুলি গোলের বলও সরবরাহ করেন সতীর্থদের। কিন্তু তাঁর চেষ্টাকে সফল করার মতো কাউকে পাননি তিনি। তাই হায়দরাবাদ জিতলেও এ দিন ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন গোমেজ। সারা ম্যাচে এ দিন আটটি শট গোলে রাখে মহমেডান, ১৩টি কর্নার আদায় করে নেয়। কিন্তু একটির বেশি গোল করতে পারেনি তারা।
এ দিন প্রথম দলে ছ’টি পরিবর্তন করেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। গোলে পদম ছেত্রীর জায়গায় খেলেন ভাস্কর রায়। অন্য দিকে হায়দরাবাদ এফসি দু’টির বেশি পরিবর্তন করেনি প্রথম এগারোয়। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম দশ মিনিটের মধ্যে যেমন মহমেডানের মার্ক স্মেরবক ও অ্যালেক্সি গোমেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়, বিকাশ সিংয়ের শট ব্লক করা হয়, তেমনই হায়দরাবাদের সাই গদার্ড, আব্দুল রাবির গোলমুখী শট ব্লক করেন মহমেডান ডিফেন্ডাররা।
খেলা যত গড়ায় তত পরপর ব্যর্থ শটের প্রদর্শনী দেখা যায়। তবে ২২ মিনিটের মাথায় মহমেডানের প্রায় অবধারিত গোল বাঁচান হায়দরাবাদ গোলকিপার অর্শদীপ সিং। ফ্রাঙ্কার পাস থেকে বক্সের বাঁ দিক থেকে সোজা গোলে শট নেন স্মেরবক, যা আটকে দেন অর্শদীপ। পরের মিনিটেই প্রায় ৩৫ গজ দূর থেকে গোমেজের নেওয়া শট গোলের বাইরে চলে যায়।
হায়দরাবাদের অনবরত চেষ্টা শেষ পর্যন্ত সফল হয় ২৪ মিনিটের মাথায়, যখন সেন্টার লাইনের ওপার থেকে রফির পাঠানো উড়ে আসা বলে অসাধারণ শট নিয়ে জালে বল জড়ান অ্যালান পলিস্তা। বুক দিয়ে বল নামিয়ে গোলে শটটি নেওয়ার সময় পলিস্তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন অগিয়ে ও গৌরব বোরা। কিন্তু কেউই সফল হননি। এগিয়ে আসা ভাস্করের মাথার ওপর তোলা হাতে লেগে বল চলে যায় গোলে (১-০)।
এই গোলের পাঁচ মিনিট পরেই ছ’গজের বক্সের মধ্যে থেকে গোলে শট নেন পলিস্তা। কিন্তু এ বার দুর্দান্ত ক্ষিপ্রতার সঙ্গে তা আটকে দেন ভাস্কর। মহমেডান গোল শোধ করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু তাদের গোলের সুযোগকে গোলে পরিণত করতে না পারার সমস্যা এ দিনও ভোগায় সাদা-কালো বাহিনীকে। ৩১ ও ৩৭ মিনিটের মাথায় গোমেজের গোলমুখী শট সোজা গোলকিপারের হাতে জমা হয়ে যায়।
প্রথমার্ধের সংযুক্ত সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় হায়দরাবাদ। এ বার মহমেডানের বক্সের ঠিক সামনে থেকে নেওয়া অসাধারণ ফ্রি কিক থেকে সোজা জালে বল জড়িয়ে দেন তাদের তরুণ ফরোয়ার্ড রামলুনচুঙ্গা। ভাস্করের বলে হাত লাগাতে পারলেও তিনি আটকাতে পারেননি (২-০)। প্রথমার্ধে হায়দরাবাদের চেয়ে বেশি শট নেন মহমেডানের খেলোয়াড়রা। দুই দলই তিনটি করে শট গোলে রাখে। কিন্তু হায়দরাবাদ দু’টি শটকে গোলে পরিণত করতে পারলেও মহমেডান বরাবরের মতো ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধেও শুরুতেও তাদের এই দুর্বলতা ফের দেখা যায়। ৪৮ মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সের মধ্যে জোহেরলিয়ানাকে প্রায় গোলের বল সাজিয়ে দেন গোমেজ। কিন্তু বক্সের মাঝখান থেকে গোলের বাইরে বল পাঠান তিনি। গোমেজ এ দিন ঘন ঘন আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু তাঁর তৈরি সুযোগের সদ্ব্যবহার করার মতো কোনও সতীর্থকে পাননি। কোনও পক্ষেরই রক্ষণ তেমন শক্তিশালী নয়। তাই এই ম্যাচে অ্যাটাকারদের দাপট ছিল দেখার মতো। ফলে দুই গোলকিপারই এ দিন বেশ চাপে ছিলেন।
সতীর্থদের গোলের বল জুগিয়েও কাজ হচ্ছে না দেখে ৫৫ মিনিটের মাথায় প্রায় ৪০ গজ দূর থেকে সোজা গোলে শট নেন গোমেজ। এ বারও অসাধারণ দক্ষতায় ডানদিকে ঝাঁপিয়ে তা আটকে দেন অর্শদীপ। গোল পাওয়ার জন্য ৬৬ মিনিটের মাথায় মনবীর সাইনিকে নামায় মহমেডান, মাঠ ছাড়েন মহম্মদ ইরশাদ। তবে মনবীর নামার পরেও আক্রমণে তীব্রতা বাড়াতে পারেনি মহমেডান। তাই বিকাশের জায়গায় মকান চোঠেকে নামায় তারা এবং তিনি মাঠে নামার দু’মিনিটের মধ্যেই গোল পেয়ে যান।
অ্যালেক্সি গোমেজের কর্নারে দুর্দান্ত ব্যাক ফ্লিকে কঠিনতম কোণ থেকে গোলে বল পাঠিয়ে দেন চোঠে (২-১)। এর আগেই গোমেজের অসাধারণ ও তীব্র গতির এক দূরপাল্লার শট কোনও রকমে আটকান অর্শদীপ। তাঁর হাত থেকেই গোললাইনের বাইরে বল যাওয়ায় কর্নার পায় মহমেডান এবং সেই কর্নার থেকেই প্রথম গোল পায় তারা।
দু’গোলে এগিয়ে থাকা হায়দরাবাদ অবশ্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কলকাতার দলের আক্রমণের ধারই ছিল বেশি। ৬১ মিনিটের মাথায় রফির ক্রস থেকে গোলের সুযোগ পান অ্যালান আলবা। কিন্তু তিনি গোলের বাইরে শট নেন। ৭২ মিনিটের মাথায় রফির শটও অল্পের জন্য বাইরে চলে যায়।
সমতা আনার উদ্দেশে নির্ধারিত সময় শেষ হওয়ার দু’মিনিট আগে ডিফেন্ডার আদিঙ্গার জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার লালরেমসাঙ্গাকে মাঠে নামায় মহমেডান। ৯০ মিনিটের মাথায় সুযোগও পেয়ে যায় তারা। ডানদিক থেকে গোমেজের ক্রস থেকে গোলের সুযোগ পান জোহেরলিয়ানা। কিন্তু তিনি গোলকিপারের হাতে বল তুলে দেন। সংযুক্ত সময়ে বাঁ দিক থেকে অ্যাডিসন সিংয়ের ক্রসে বক্সের মধ্যে ডানদিক থেকে গোলে কোণাকুনি শট নেন রেমসাঙ্গা। এ বারও তা আটকে দেন গোলকিপার অর্শদীপ।
তবে ম্যাচের একেবারে শেষে জোসেফ সানি যে ভাবে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে অসহায় ভাস্করকে সামনে পেয়েও যে ভাবে সাইড নেটে শট নেন, তা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি। তবে এর দু’মিনিটের মধ্যে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি এবং দলকে তৃতীয় গোল এনে দেন। পলিস্তার অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে এই গোলটি করে দলের তিন পয়েন্ট সুনিশ্চিত করে ফেলেন তিনি (৩-১)।

নানান খবর

বিশ্বকাপে হারের হ্যাটট্রিক, জেতা ম্যাচ মাঠে ফেলে শেষ চারের রাস্তা আরও কঠিন হল স্মৃতি মান্ধানাদের

১৭৬.৫ কিমি বেগে বল স্টার্কের! ইতিহাসের দ্রুততম ডেলিভারিটাই কি রোহিতকে করলেন অজি পেসার?

ব্যর্থ রো-কো জুটি, ভারতকে সবক শেখাল অস্ট্রেলিয়া, সিরিজে এগিয়ে গেলেন মার্শরা

ভারতীয় ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে পড়ল পারথে, দুই মহাতারকার ব্যর্থতার দিনে উজ্জ্বল রাহুল-অক্ষর

পাক নৃশংসতার কড়়া জবাব রশিদের, যা করলেন তাতে কুর্নিশ জানাবেন তারকাকে

২২ বছর পর শিল্ড জয়, ফের ডার্বি জিতে চ্যাম্পিয়ন মোহনবাগান

আগরকর কী দেখছেন? ৪০ ওভার বল করলেন, নিলেন সাত উইকেট, রঞ্জিতে বাংলার হয়ে ইডেন কাঁপালেন শামি
দুই ভারতীয় মহাতারকার সঙ্গে কেমন সম্পর্ক গিলের? খোলসা করলেন তরুণ অধিনায়ক

বৃষ্টিতে ভেস্তে যাবে বিরাট-রোহিতের কামব্যাক? কী বলছে পারথের পূর্বাভাস?

পাক গোলায় নিহত আফগান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা, ভেঙে পড়েছে কাবুল

ডার্বিতে মাঠ ভরাবে সমর্থকরা, ফ্যান্স ক্লাবের সঙ্গে আলোচনার পর দাবি বাগান কর্তাদের

ডার্বিতে মাঠ ভরাবে সমর্থকরা, ফ্যান্স ক্লাবের সঙ্গে আলোচনার পর দাবি বাগান কর্তাদের

ন'বছরে সবচেয়ে জঘন্য, ফিফা ব়্যাঙ্কিংয়ে পতন ভারতের

রেফারিং নিয়ে চিন্তা, মোহনবাগানের পরিস্থিতির ফায়দা তুলতে চান অস্কাররা

ফ্যানরা শুধু সমর্থক নয়, যোদ্ধাও, শিল্ড ডার্বির আগে বিশেষ বার্তা শুভাশিসের

নিরামিষের বদলে আমিষ বিরিয়ানি দেওয়ার অভিযোগ! হোটেল মালিককে গুলি করে খুন, তুমুল উত্তেজনা রাঁচিতে

ভূতদেরও ছুটি মেলে! আসানসোলের হাড়হিম করা ভূত চতুর্দশীর গল্প

জামা ছেঁড়া, রাস্তায় বসে হাউ হাউ করে কান্না, লালু প্রসাদের বাড়ির সামনে আরজেডি নেতার কাণ্ড চমকে দেবে

EXCLUSIVE: বড়পর্দায় ‘পাখিওয়ালা’ হয়ে ফিরছেন ঈশান মজুমদার, জীবনের খাঁচা ভাঙার গল্প বলবে ‘পিঞ্জর’

দীপাবলির মুখে বড়সড় অস্ত্রপাচার রুখল পুলিশ, গ্রেপ্তার ৬৫ বছরের মহিলা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

‘…এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়’ বাধ্য হয়ে ছাড়লেন ধারাবাহিক! কান্নায় ভেঙে পড়ে আর কী বললেন তুলিকা বসু?

দেখতে সুস্বাদু মিষ্টি, কিন্তু আগুন জ্বাললেই ম্যাজিক, দীপাবলিতে নয়া চমক ‘মিষ্টি-মোমবাতি’ কলকাতার কোথায় মিলছে জানেন?

জগদ্ধাত্রী আহ্বানে বৃহৎ আলপনার ব্যবস্থা! আবেদন জানানো হলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে

ক্ষতিগ্রস্ত সবজি পুনরুদ্ধারে কৃষকদের পাশে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা

আর কবে কমবে সোনার দাম? পড়ুুন এইচএসবিসি ব্যাঙ্কের পূর্বাভাস

সিঙাড়ার টাকা দেওয়ার আগেই ছেড়ে দিল ট্রেন, যাত্রীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেমক্কা মার রেল হকারের

দীপাবলি ও ছটপুজো উপলক্ষে উত্তর পশ্চিম রেলওয়ের বিশেষ ব্যবস্থা, চলবে কত জোড়া বিশেষ ট্রেন

ভারতের কোন শহরে বিবাহ বহির্ভূত সম্পর্ক সবচেয়ে বেশি? অনেকটাই পিছিয়ে কলকাতা, মুম্বই, দিল্লি বা চেন্নাই!

পৃথিবীতে গাছের জন্ম রয়েছে ওদের হাতে, অবহেলা নয়-যত্নে রাখুন

ভূবনেশ্বর ভয়ঙ্কর! প্রকাশ্য রাস্তায় গণলালসার শিকার নাবালিকা! অটোচালকদের তৎপরতায় উদ্ধার

সল্টলেকে চাঞ্চল্য, রাতের অন্ধকারে পিটিয়ে খুনের অভিযোগ! গ্রেফতার দুই

বধূর গর্ভে কার সন্তান তা নিয়ে খুনোখুনি প্রেমিক ও স্বামীর মধ্যে! জোড়া খুনে উত্তপ্ত রাজধানী

ঘুমিয়ে ছিল ৪৬ হাজার বছর, এরপরই ‘জীবিত’ প্রত্যাবর্তন, বিজ্ঞানীরা হতবাক

২৫ বার ২৫ জনের সঙ্গে পালিয়ে 'রেকর্ড' গৃহবধূর! 'খুব ঘরোয়া মেয়ে...সবার ঘরেই যায় কাউকে মানা করে না' বিদ্রুপ পাড়াপড়শিদের

'মেয়েরা অ-হিন্দুদের বাড়ি গেলে মেরে ঠ্যাং ভেঙে দিন', আজব নিদান প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের

মা হলেন পরিণীতি চোপড়া, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন রাঘব চাড্ডা?

পূর্ব বর্ধমানে আগাম দীপাবলি, মহিলাদের নিয়ে আয়োজিত হল মিনি-ম্যারাথন ‘রান ফর লাইট’

লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রেমিকার জীবন বাঁচালেন প্রেমিক, জ্ঞান ফিরতেই সেই প্রেমিকেরই বিরুদ্ধে যা করলেন তরুণী!