বুধবার ১৯ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই মুম্বইয়ের প্রখ্যাত সংগীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠানের মাইক খুলে দিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। খোদ বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে মাইক খুলে দিয়েছেন। বন্ধ হয়ে গিয়েছে কলেজের ওই অনুষ্ঠান। প্রশাসনের রাজধর্ম পালনের ঘটনায় খুশি হাবড়ার বাসিন্দারা।
সোমবার থেকে রাজ্যের সর্বত্র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে থেকে মাইক বাজানো নিষেধ। বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে প্রচারও করা হয়েছে। তারই মধ্যে শনিবার হাবড়া শ্রীচৈতন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে সন্ধে ছ'টার সময় মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুণাল গাঞ্জাওয়ালার সংগীত পরিবেশনের কথা ছিল। সেইমতো কলেজ ক্যাম্পাসে বিরাট মঞ্চ তৈরি করা হয়। এদিন সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়েছিল। গানের জলসার জন্য চারদিকে পেল্লাই লাউড স্পিকার বসানো হয়েছিল। গোটা কলেজ আলোর মালায় সাজানো হয়েছিল। অতিথিবরণের ফুল, উত্তরীয় ও মানপত্র সব কিছুরই ব্যবস্থা ছিল।
বিকেল ৪টে নাগাদ হাবড়া এক নম্বর ব্লকের বিডিও সুবীরকুমার দণ্ডপাঠ পুলিশ নিয়ে আচমকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। তিনি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন। কলেজ কর্তৃপক্ষের কয়েকজন প্রতিনিধি বিডিওকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, মাধ্যমিক পরীক্ষার মধ্যে কোনওভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠান করা যাবে না। তিনি মাইক খুলে ফেলার নির্দেশ দেন। তড়িঘড়ি মাইক খোলা শুরু হয়ে যায়। কলেজের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়, সন্ধ্যায় কুণাল গাঞ্জাওয়ালার গানের জলসা স্থগিত রাখা হচ্ছে।
বিডিও বলেন, 'সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। ৭২ ঘণ্টা আগে থেকে সর্বত্র মাইক বাজানো নিষেধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষার মধ্যে মাইক বাজিয়ে কোন অনুষ্ঠান করা চলবে না।' কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের কলেজের বার্ষিক অনুষ্ঠান অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। প্রশাসনের নির্দেশ মেনে আপাতত আমরা অনুষ্ঠান বন্ধ রাখছি। পরে কবে এই অনুষ্ঠান হবে তা জানিয়ে দেওয়া হবে।'
নানান খবর

নানান খবর

টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে গাছে বেঁধে পুলিশকে খবর বাসিন্দাদের

ঝাড়খণ্ডে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু, রাজ্য প্রশাসনের কড়া নজরদারি শুরু মুর্শিদাবাদ জেলায়

হু-হু করে বইবে হাওয়া, কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হবে বাংলা, কমলা সতর্কতা জেলায় জেলায়

সোদপুরে সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কারখানায়, প্রাণ গেল একজনের

মত্ত যুবকদের তাণ্ডব, অশান্তি থামাতে গিয়ে দাসপুরে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ১৪

বন্যপ্রাণীদের মধ্যেও বাড়ছে পুংলিঙ্গের আধিপত্য, গন্ডার সমাজে পুরুষের তুলনায় কমছে স্ত্রী প্রজাতিরা

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

ফুরফুরাবাসীর চাহিদা হল পূরণ, মমতার ঘোষণায় হবে হাসপাতাল, কলেজ

পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল

মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা, তিন বৃদ্ধের দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী