আজকাল ওয়েবডেস্ক: ফের বাবা হলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর স্ত্রী বেকি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। শনিবারই যৌথ বিবৃতিতে এই সুখবর জানিয়েছেন কামিন্স ও তাঁর স্ত্রী। ইনস্টাগ্রামে সন্তানের ছবি পোস্ট করে কামিন্স ও তাঁর স্ত্রী লিখেছেন, ‘এই যে সে। আমাদের মিষ্টি মেয়ে। এই মুহূর্তে আমরা কতটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ কন্যার নাম ‘এডি’ রেখেছেন কামিন্স দম্পতি।
কামিন্স দম্পতির এক ছেলে রয়েছে। এবার ঘরে এল মেয়ে।
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা স্ত্রী’র পাশে থাকার জন্যই শ্রীলঙ্কা সফরে যাননি কামিন্স। তবে চোটও রয়েছে কামিন্সের। আর সেকারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না তিনি। ছিটকে গিয়েছেন জোশ হ্যাজলেউডও। চোটের জন্য নেই মিচেল মার্শও। মার্কাস স্টোইনিস আচমকা একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ চাপে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলের জন্য চার জন ক্রিকেটার লাগবে অস্ট্রেলিয়ার। তার মধ্যে অন্তত দু’জন অলরাউন্ডার। জানা গেছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
দুই পেসার কামিন্স ও হ্যাজলেউডের পরিবর্তে দুই পেসার নিতে হবে অস্ট্রেলিয়াকে। আর স্টোইনিসের জায়গায় চাই অলরাউন্ডার। এদিকে, ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। কারণ টুর্নামেন্ট শুরু হয়ে যাবে ১৯ ফেব্রুয়ারি থেকে।
