রবিবার ১৬ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৩৩Kaushik Roy
রিয়া পাত্র
এপার বাংলা, ওপার বাংলা। মধ্যিখানে কাঁটাতার, আর ভৌগোলিক দূরত্ব। সাহিত্য চর্চায়, সংস্কৃতিতে দুই বাংলা একে অপরের ঠিক পাশটিতে থেকেছে বরাবর। এপার বাংলায় ‘বাংলাদেশ বইমেলা’ও হয়েছে। কথা চলছিল ওপারে এ দেশের বইমেলা হওয়ার। হয়ে ওঠেনি এখনও। তার আগেই বিস্তর নিয়ম কানুন, বদল পরিস্থিতির। পরিস্থিতি, সে বড় কঠিন বিষয়। ছোটদের বড় হয়ে যাওয়ার থেকেও কঠিন। পরিস্থিতিতে এবার আর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসা হল না বাংলাদেশের। বহু লেখক নানা জটিলতার কারণে ভিসা পেলেন না। কারণ? জিও পলিটিক্যাল সিচুয়েশন। অশান্ত পরিস্থিতি, রাজনীতি, বাধা বিপত্তি। বাংলাদেশ প্যাভিলিয়ন থাকবে না একথা আগে থেকেই সবাই জানতেন। কিন্তু তার প্রভাব কী পড়ল কলকাতা বইমেলায়? আর বাংলাদেশের লেখকেদের বই কি বাংলাদেশ প্যাভিলিয়ন না এলেও মিলচবে কীভাবে? বইমেলা শেষের মুখে খোঁজ নেওয়া গেল তারই।
বাংলাদেশ এবার কলকাতা বইমেলায় আসেনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশ প্যাভিলিয়ন নেই, কিন্তু তাতে কি বাংলাদেশের লেখকদের বই মিলছে না এখানে? গিল্ড এই বিষয়ে শুরুতেই পরিষ্কার করে দিচ্ছে, সমস্যা জিও পলিটিক্যাল পরিস্থিতি। সমস্যা সেখানকার লেখকদের নিয়ে নয়। ত্রিদিব কুমার চ্যাটার্জি জানাচ্ছেন, এই পরিস্থিতিতে মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন থাকার জন্য যে নিয়ম মেনে আবেদন করতে হত, তারা তা পারেনি। তাই বাংলাদেশের প্রকাশনার বই এই মেলায় পাওয়া যাচ্ছে না। এই বাংলার প্রকাশন সংস্থাগুলি থেকে যেসব লেখকদের বই প্রকাশিত হয়েছে, বইমেলায় অনায়াসে মিলছে তা।
দে’জ বরাবর বাংলাদেশের বহু লেখকের বই প্রকাশ করে থাকে। শামসুর রহমান, হাসান আজিজুল হক থেকে সাদাত হোসাইন, যাঁদের বই দে’ জ প্রকাশ করেছে নানা সময়ে, এবারেও তাঁদের বই মিলছে বইমেলার স্টলে । দে’জ-এর শুভঙ্কর দে বলছেন, ‘বাংলাদেশ থেকে যেসব সংস্থা সেখানকার লেখকদের বই নিয়ে আসে, পাঠক তাদের বই খোঁজেন। এটা ঠিক। এবছর বাংলাদেশ না থাকাটা আক্ষেপের জায়গা অবশ্যই, কিন্তু বহু বাংলাদেশের লেখকের লেখা যেহেতু এখানে পাওয়া যায়, তাই আক্ষেপ কিছুটা চাইলেই মেটানো যাবে।‘
অভিযান পাবলিশার্স-এর মারুফ হোসেন। যত্ন নিয়ে প্রতিবছর বাংলাদেশের লেখকদের বই প্রকাশ করেন।চলতি বছরে বাংলাদেশ প্যাভিলিয়ন আসেনি, তা নিয়ে যখন চর্চা চলছে, তখন মারুফ বাংলাদেশের লেখকদের অন্তত সাত থেকে আটটি নতুন বই বইমেলায় প্রকাশ করেছেন। ইমদাদুল হক মিলন-এর দুটি বই এবার বইমেলায় প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। সেসব মিলছে। যাঁরা পাঠক, তাঁরা কিনছেন। আক্ষেপ রইল অনুপস্থিতির, কিন্তু সেই আক্ষেপ মেটানোর উপায়ও রইল। খোঁজ করলে কী না মেলে…।