নিজস্ব সংবাদদাতা: আরও একবার রহস্যে প্রিয়াঙ্কা সরকার। ছবির নাম ‘চিচিং ফাঁক’। ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনেতা দীপক দাস। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও নিমাই বসু। অরিজিৎ সরকার পরিচালিত এই ছবির প্রযোজনায় 'কনফিউজড পিকচার্স'। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ দে, সঙ্গীত পরিচালনায় আরব।
 
 ফের থ্রিলারে কাজ করা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "গল্পটা যখন প্রথম শুনি তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্রটা করবই। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলার-এ আমার কাজ প্রথমবার তো বটেই। আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয়না, কোনও অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে, বা হয়তো আসেনা। তাই এই সুযোগ হারাতে চাইনি।"
 
 পরিচালকের কথায়, "চিচিং ফাঁক'-এর গল্পে একটি ছেলে ও একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য অ্যাডভেঞ্চারে বেরোয়। আচমকা এক অজানা বিপদের সম্মুখীন হয় তারা। তারপর শুরু হয় তাদের এক অদ্ভুত জার্নি। এই জার্নির প্রতি পরতে ফ্যান্টাসি, হরর এবং কমেডির এক চমৎকার মেলবন্ধন উপভোগ করতে পারবেন দর্শক।"
তিনি আরও বললেন, "আলিবাবার গল্পে কাশেম যেমন গুহাতে ঢুকে দরজা খোলার 'চিচিং ফাঁক' মন্ত্র ভুলে যায়, আর বন্দি হয়ে পরে গুহার মধ্যে। সেই আরব্য রজনীর কাহিনির নিরিখে আমাদের ছবি বন্দি জীবনের গল্প বলবে। প্রিয়াঙ্কা সরকারকে এক নতুন অবতারে এই ছবিতে দেখবেন দর্শক। এবং তার মতো একজন অভিনেত্রীকে ছাড়া বোধহয় ছবিটা সম্ভব ছিল না।"
প্রসঙ্গত, ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।
