আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন ওষ্ঠযুগলকে আরও লাল করে তুলবেন। হয়ে উঠবেন আরও প্রেমিকের স্বপ্নসুন্দরী। কিন্তু সৌন্দর্য্যের উদগ্র বাসনা যে উল্টে বিপদ ডেকে আনবে, সে কথা স্বপ্নেও কল্পনা করেননি ব্রিটেনের বাসিন্দা তাশ ইভানস। ২১ বছরের এই তরুণীর ঠোঁটের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। জুটছে কটাক্ষও। আশানুরূপ ফল না পেলেও অবশ্য নিজের কাজ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর।

১৮ জানুয়ারি নিজের প্রেমিকের জন্মদিন উপলক্ষে ঠোঁটে ‘লিপ ব্লাশ ট্যাটু’ করতে গিয়েছিলেন তাশ। তবে কোনও নামি চিকিৎসক নয়, গিয়েছিলেন বাড়ির কাছের এক ক্লিনিকে। ওই ক্লিনিকে তাঁকে আশ্বাস দেওয়া হয়, বিশেষ সুচ ব্যবহার করে রঙিন করে তোলা হবে ঠোঁট। সমাজমাধ্যমে তাশ জানিয়েছেন, ট্যাটু করানোর পর প্রথমদিন সব ঠিকঠাকই ছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে শুরু হয় সমস্যা। ক্রমেই বেলুনের মতো ফুলে ওঠে ঠোঁট। 

তাশ এর ভিডিও টিকটকে দেখেছেন প্রায় ২২ লক্ষ নেটিজেন। কেউ তাঁকে তুলনা করেছেন কার্টুন চরিত্রের সঙ্গে। কেউ আবার কটাক্ষ করে বলেছেন, "বেশি সুন্দরী হতে গিয়ে ভূতের মতো লাগছে।" তবে সমালোচনার মুখেও অবিচল তাশ নিজে। তাশ স্বীকার করেছেন যে, তাঁর মা বাবাও বিষয়টি ভাল চোখে নেননি। কিন্তু তাঁর প্রেমিক বিষয়টি নিয়ে কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। বরং তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। সেখানে দেখা যায় অ্যালার্জি হয়েছে তাশ-এর। তরুণীর আশা ওষুধ খেলেই স্বাভাবিক হয়ে যাবে তাঁর ঠোঁট।