রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ১৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর রঞ্জিতেও রান পায়নি দুই তারকা ক্রিকেটার। কিন্তু সুরেশ রায়নার দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সাফল্যে বড় ভূমিকা নেবে বিরাট এবং রোহিত। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানান দুই তারকা ক্রিকেটারের এককালীন সতীর্থ। রায়না বলেন, '২০২৩ একদিনের বিশ্বকাপের পর রোহিত শর্মার স্ট্রাইক রেটে উন্নতি হয়েছে। তারপর থেকে ১১৯-১২০ স্ট্রাইক রেটে রান করছে। ভারতের সেরা একদিনের ক্রিকেটের ব্যাটারদের মধ্যে অন্যতম। রোহিত এবং বিরাটের ক্ষেত্রে বলব, অতীতের রেকর্ড ওদের আত্মবিশ্বাস দেবে। ওরা একে অপরের পরিপূরক। দু'জনের বড় রান তোলার দক্ষতা আছে। ওদের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।'
ছন্দে না থাকলেও রোহিতের থেকে আগ্রাসী ক্রিকেট চান রায়না। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা করেন। রায়না বলেন, 'আমার মতে রোহিতের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত। একদিনের বিশ্বকাপে কিভাবে ব্যাট করেছে আমরা দেখেছি। ফাইনালেও আক্রমনাত্মক ক্রিকেট খেলেছে। তাই আমার মনে হয়, ও একই মনোভাব নিয়ে নামবে। প্রশ্ন হল, ওর সঙ্গে কে ওপেন করবে? শুভমন গিল? ওরা একসঙ্গে খেললে আগ্রাসী ক্রিকেট খেলে। রোহিত শর্মা একজন আক্রমনাত্মক অধিনায়ক। বোলারদের খুব ভাল ব্যবহার করে। বিশ্বকাপে সঠিক সময় মহম্মদ সামিকে আনে। স্পিনারদের ভালভাবে ব্যবহার করে। রোহিত রান পেলে তার প্রতিফলন নেতৃত্বে পড়ে। অধিনায়ক হিসেবে এটাই ওর শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারে। জিততে পারলে, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে চারটে আইসিসি ট্রফি জেতার নজির গড়বে। এটা করতে মরিয়া থাকবে। তবে পাশাপাশি রানে ফেরাও ওর জন্য গুরুত্বপূর্ণ।'
দুবাইয়ের পিচ পেসারদের সাহায্য করলেও, স্পিনারদের জন্যও কিছু রয়েছে। রায়না মনে করেন, একদিনের ক্রিকেটে তাঁর কার্যকারিতার জন্য প্রথম স্পিনার হিসেবে সুযোগ পাবেন রবীন্দ্র জাদেজা। তবে জানান, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকেও ফর্মে থাকতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। রায়না মনে করেন, এই সিরিজই বিরাট কোহলিকে ছন্দে ফেরাবে। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সবচেয়ে বেশি রান। সেটা কোহলিকে মোটিভেট করবে।
#Virat Kohli#Rohit Sharma#Suresh Raina#Champions Trophy
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

অনবদ্য প্রত্যাবর্তন, আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয় ইস্টবেঙ্গলের...

ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিটও বিক্রি হয়ে গেল নিমেষে, পারদ চড়ছে হাইভোল্টেজ ম্যাচের ...

হার্দিকের মারা শট আছড়ে পড়ল পন্থের হাঁটুতে, তার পরে কী হল? ...

কবে থেকে শুরু আইপিএল? কেকেআরের ম্যাচ কবে? পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিল বোর্ড ...

পাকিস্তানের মতোই অস্থির বাবর আজমদের ক্রিকেট, তুলনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার ...

অস্ট্রেলিয়া জয়ের রেশ মিলতে না মিলতেই নেমে এল অন্ধকার, ডোপ কেলেঙ্কারিতে ৩ মাস নির্বাসিত সিনার ...

ডার্বিকে সমান গুরুত্ব, সমর্থকদের মুখে হাসি ফোটাতে জিততে চান মেহরাজ...

ডার্বিকে সমান গুরুত্ব, সমর্থকদের মুখে হাসি ফোটাতে জিততে চান মেহরাজ...

অবসরের পরেও ডার্বি মিথ অক্ষত ডগলাসের, প্রাক্তনদের ডার্বিতে ছড়িয়ে দিলেন একমুঠো সোনালী রোদ্দুর ...

ঠিক বাবার মতো! নিজের সন্তানকে যা বলেন, বাবরকেও একই পরামর্শ ডি ভিলিয়ার্সের ...

বাংলার রিচার বিধ্বংসী ইনিংসে মেয়েদের আইপিএলে রুদ্ধশ্বাস জয় আরসিবির...

প্রেম দিবসের দিন টক শোয়ে আবেগতাড়িত পিঙ্কি, তুলে ধরলেন জীবনের কালো দিনগুলো...

ভারতীয় দল পাকিস্তানে এলে ভাল হতো, কে বললেন এমন কথা? ...

সুস্মিতা অতীত, প্রেম দিবসে নতুন প্রেম খুঁজে পেলেন আইপিএলের জন্মদাতা...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল চাইছেন প্রাক্তন কিউয়ি তারকা...