আজকাল ওয়েবডেস্ক: মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারত-পাক ম্যাচের সব টিকিট শেষ। রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। 

পাকিস্তানের প্রাক্তন তারকা বাসিত আলি চ্যাম্পিয়ন্স ট্রফির সেই বিস্ফোরক ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করেছেন। ভারতকে এগিয়ে রাখছেন প্রাক্তন পাক তারকা। 

ভারত-পাকিস্তানের সম্পর্কের  বরফ গলেনি। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। একমাত্র দুই দেশ মুখোমুখি হয় আইসিসি এবং এসিসি-র ইভেন্টে। 

২৩ ফেব্রুয়ারি সেই বারুদে ঠাসা ম্যাচ। নার্ভ যার এই ম্যাচও তার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেক্ষিতে বিচার করলে পাকিস্তান এগিয়ে রয়েছে ভারতের থেকে। শেষ পাঁচটি লড়াইয়ে পাকিস্তান ৩-২-এ এগিয়ে ভারতের থেকে। 

কিন্তু শুধুমাত্র এই পরিসংখ্যানের উপরে ভিত্তি করে ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী করছেন না। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি ভারতকে বহু এগিয়ে রেখেছেন পাকিস্তানের থেকে। 

বাসিতের বিচারে এই ম্যাচ জেতার সম্ভাবনা ভারতের সত্তর শতাংশ। পাকিস্তানের সেখানে জয়ের সম্ভাবনা তিরিশ শতাংশ। বাসিত বলেন, ''ভারতের জেতার সম্ভাবনা ৭০ শতাংশ। পাকিস্তানের সেখানে ৩০ শতাংশ। ভারত অনেক অভিজ্ঞ দল। বিরাট ও রোহিত যদি ফর্মে না থাকে তাহলে ম্যাচ সমান সমান।'' 

শেষবার সেই ২০১৭ সালে দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার পাকিস্তান ১৮০ রানে হারিয়েছিল ভারতকে। 

২০১৭  সালের পরে অনেক জল গড়িয়ে গিয়েছে। সাম্প্রতিক কালে দুই দেশের ক্রিকেট মাঠের দ্বৈরথে ভারতই বেশি বার শেষ হাসি হেসেছে। এবার কী হবে? প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে ২৩ ফেব্রুয়ারির মেগা ম্যাচ।