আজকাল ওয়েবডেস্ক: চিনা এক ওয়েবসাইট থেকে ড্রিল মেশিনের অর্ডার দিয়েছিলেন এক মার্কিন ব্যক্তি। কিন্তু, ওই মেশিন এসে পৌঁছল না, বদলে হাতে এল ড্রিল মেশিনের কাগজে ছাপা ছবি! যা নিয়েই নেটপাড়ায় শোরগোল পড়েছে।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, ৬৮ বছর বয়সী সিলভেস্টার ফ্র্যাঙ্কলিন গত নভেম্বর মাসে চিনা অনলাইন মার্কেটপ্লেস আলি এক্সপ্রেস থেকে ৪০ ডলার খরচ করে প্রেসার ওয়াশার-সহ একটি ড্রিল মেশিন কিনেছিলেন। ভেবেছিলেন কম দামে ভাল জিনিস পেয়ে গিয়েছেন তিনি।
গত ডিসেম্বরে সিলভেস্টারের হাতে একটি প্যাকেট এসে পৌঁছয়। যা খুলতেই অবাক হয়ে যান সিলভেস্টার ফ্র্যাঙ্কলিন। দেখেন ড্রিল মেশিনের পরিবর্তে তাঁর হাতে একটি ভাঁজ করা ছবি এবং একটি স্ক্রু পৌঁছেছে। সিলেভেস্টার বলেন, "আমি প্রায় ৪০ ডলার দিয়েছিলাম। অর্ডার হাতে পৌঁছতে দেখি আসল ড্রিল মেশিন নয়। উল্টে একটি ড্রিল মেশিন ও স্ক্রুয়ের ছবি এসেছে। এতে আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমি তাৎক্ষণিকভাবে টাকা ফেরতের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করি।"
তবে টাকা ফেরতের জন্য লড়াই ছিল হতাশাজনক। সিলভেস্টার ফ্রাঙ্কলিন সমাধানের জন্য বিক্রেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা ফেরত পাননি। এতেই হতাশ ওই মার্কিন ব্যক্তি। তিনি বলেন, "এটা ভাল না। এটা সত্যিই খারাপ। সকলেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি।"
৬৮ বছর বয়সী ব্যক্তি সিলভেস্টার অনলাইন বিক্রেতাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "কাউকে প্রতারণা করো না। আমি প্রতারণার শিকার হতে পছন্দ করি না। কারণ যদি তুমি তোমার টাকা খরচ করো, তাহলে তুমি যা দিয়েছো তা পেতে চাইবে।"
অদ্ভুত এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন নেটিজেন ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন, "অন্তত তারা একটি স্ক্রু পাঠিয়েছে - হয়তো তারা আশা করে যে সে নিজেই ড্রিলটি তৈরি করবে!" আরেকজন ব্যঙ্গ করেছেন, "আলি এক্সপ্রেস এমনই, আর কি চাও? পুরো ড্রিলটি টু ডি-তে পাঠানো হয়েছে।'"
কেউ কেউ ফ্র্যাঙ্কলিনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, একজন লিখেছেন, "এই কারণেই আমি এইসব অনলাইন মার্কেটপ্লেস থেকে কখনও কিছু কিনি না। আগেই শিক্ষা পেয়েছি!" আরেকজন হতাশ ব্যবহারকারী তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, "আমার সঙ্গেও এইরকম ঘটনা একবার ঘটেছিল, কিন্তু পরিবর্তে আমি একটি হ্যান্ডব্যাগের ছবি পেয়েছি। এই বিক্রেতাদের জবাবদিহি করতে হবে।" একজন নেটিজেন রসিকতা করে বলেছেন, "ওই ছবি প্রিন্ট করলে হয়তো সে টাকা ফেরত পেতে পারে।"
