আজকাল ওয়েবডেস্ক: অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, শরীরচর্চার অভাব সহ বিভিন্ন কারণে শরীরে কামড় বসাচ্ছে জটিল রোগ। অল্প বয়সেই বাড়ছে ওবেসিটি, কোলেস্টেরল, থাইরয়েডের মতো সমস্যা। আর সেই সব রোগের হাত ধরে পাল্লা দিয়ে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যাও। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়ে যাওয়া নজরে এসেছে। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা যায়। যা বুঝে সাবধান হলে অনেকাংশেই বিপদ এড়ানো সম্ভব। তাহলে কোন কোন লক্ষণ দেখলে আগে থেকে সাবধান হবেন? জেনে নিন-

১. বুকে ব্যথা: হৃদরোগের ক্ষেত্রে সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। ধীরে ধীরে যা চোয়ালে অথবা বাম কাঁধ ও হাতে ছড়িয়ে পড়তে থাকে। এই রকম ব্যথা অনুভব করলেই এড়িয়ে যাওয়া উচিত নয়।

২. শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া: যদি হঠাৎ করে শ্বাস নেওয়ার সমস্যা দেখা দেয়, তবে তা মোটেও অবহেলা করা উচিত নয়। মনে রাখবেন, অল্পতেই দম ফুরিয়ে যাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াও হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে।

৩. অতিরিক্ত ঘাম হওয়া: অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড়, হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলে অব্যশই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

৪. কাশি: দীর্ঘদিন কাশির সমস্যা এবং সাদা বা ঘোলাটে কফ বের হলেও সতর্ক হন। যদিও কাশি সব সময় হার্ট অ্যাটাকের লক্ষণ নাও হতে পারে। তবে কফের সঙ্গে নিয়মিত রক্ত বের হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকেই যায়। 

৫. অনিয়মিত পালস রেট: প্রায়ই কোনও কারণ ছাড়া আপনার পালস রেট ওঠা-নামা করে? তবে তা চিন্তার কারণ হতে পারে! কারণ হার্ট অ্যাটাকের আগে এমনটা হয়ে থাকে।

৬. অজ্ঞান হয়ে যাওয়া: যদি কাজ করার মধ্যে আপনি প্রায়ই হঠাৎ করে অজ্ঞান হয়ে যান, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

৭. তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া: আপনি কি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন? কিছুক্ষণ কাজ করলে বুক ধড়ফড় করে? বিশেষ করে মহিলাদের হার্টের সমস্যার এটি প্রধান লক্ষণ ।

৮. মাথা ব্যথা: হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হল প্রচণ্ড মাথা ব্যথা। তাই নিয়মিত মাথা ব্যথা হলে তাতেও অবহেলা করা উচিত নয়।