নিজস্ব সংবাদদাতা: বাংলায় রাজনৈতিক থেকে সামাজিক রং বদলাচ্ছে প্রতিনিয়ত, যে রং কখনও চেনা কখনও বড্ড অচেনা। বাংলার এই কঠিন পরিস্থিতিকে সামাল দিতে বন্দুক হাতে তুলে নিলেন জিৎ, সঙ্গী আবার মিঠুন-পুত্র মিমো। নেটফ্লিক্সের 'খাকি'র নতুন সিরিজে বাংলার এক নতুন রং দেখতে চলেছেন দর্শক।
অবশেষে মুক্তি পেল 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার' - এর প্রথম ঝলক। মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো চক্রবর্তীকে। এই ওয়েব সিরিজে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় এবং মিমো চক্রবর্তীকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এবং রাজনীতিবিদের চরিত্র অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। নীরজ পান্ডের 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার' এর মাধ্যমে প্রথমবার দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ-কে। আজ টিজার লঞ্চের অনুষ্ঠানের জন্য মুম্বাইতে হাজির ছিলেন বাংলার এই দুই তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'আমার এই ৪০ বছরের কেরিয়ারে জিতের সঙ্গে কখনও কাজ করা হয়নি, জিৎ-ও ২২ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আশা করা যায় দুজনের একসঙ্গে প্রথম কাজ সকলের ভাল লাগবে।' অন্যদিকে ছবিতে অভিনয় করলেও সেই ভাবে সাফল্যের মুখ দেখেননি মিমো চক্রবর্তী, বলিউডে তেমনভাবে জায়গা করতে পারেননি অভিনেতা। তবে এই ওয়েব সিরিজে প্রথম ঝলকেই দারুন দেখাচ্ছে মিমোকে, এই কাজের মাধ্যমে কি দর্শকেরা নতুন করে আবিষ্কার করতে পারবেন মিমোকে? সেটাই এখন দেখার।
