আজকাল ওয়েবডেস্ক: মদের নেশাই কাল হল! টি-শার্ট নিয়ে ঝামেলার জেরে নেশার ঘোরে বন্ধুর গলায় ছুরি মেরে খুন করল যুবক ও তাঁর ভাই। ঘটনাটি ঘটেছে গত রবিবার মহারাষ্ট্রের নাগপুরে শান্তি নগর এলাকায়। নিহতের নাম শুভম হার্নে। তাঁকে খুনের অভিযোগে দুই ভাই অক্ষয় ও প্রয়াগ আসোলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন বচসা?
শুভম অনলাইনে একটি টি-শার্ট কিনেছিল। ওই টি-শার্টটি ছিল অক্ষয় আসোলের জন্য। কিন্তু, অক্ষয়ের সেই টি-শার্ট পছন্দ হয়নি। ফলে সে বন্ধু শুভমকে ৩০০ টাকা দিতে রাজি ছিল না। সেই সময় অক্ষয় মদ্যপ অবস্থায় ছিলেন। দুই বন্ধুর তর্কাতর্কি, বচসা ক্রমেশ হাতাহাতিতে গড়ায়। শুভম, অক্ষয়কে গালিগালাজ করে এবং টাকা ছুঁড়ে মারে বলে অভিযোগ। এতেই অক্ষয় এবং তাঁর ভাই ভীষন চটে যান। ক্ষোভে প্রয়াগ, শুভমের গলার নলি কেটে দেয়।রক্ষাক্ত অবস্থায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই নারা যান শুভম হার্নে।
নাগপুরের ডিএসপি মেহেক স্বামী জানিয়েচেন যে, অপরাধের সময় দুই ভাই-ই মদ্যপ ছিলেন। তিনি বলেন, "তাঁরা বন্ধু ছিল। ঘটনাটি ঘটে যখন অভিযুক্তরা মদ্যপ ছিলেন এবং টাকা নিয়ে বিরোধের জেরে তাঁরা শুভমকে হত্যা করেছে।" দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএসপি আরও জানান যে, অভিযুক্তের অপরাধমূলক ইতিহাস রয়েছে। তাঁর কথায়, "আমরা ২০১২ এবং ২০১৫ সালে ডাকাতি এবং সন্দেহজনকভাবে রাতে ঘোরাঘুরির জন্য অভিযুক্তদের অপরাধমূলক রেকর্ড পেয়েছি। আমরা তাদের হেফাজতে নিয়েছি এবং ঘটনার তদন্ত চলছে।"
