সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার এক যুবক হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে প্রিপেইড টাস্ক স্ক্যামের শিকার হয়েছেন। সাইবার অপরাধীরা তাঁকে প্রাথমিকভাবে একটি লাভজনক স্কিমের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলে। প্রতিদিন ২০০০ থেকে ৮০০০ টাকা উপার্জনের কথা বলা হয়েছিল। কিন্তু অতি লোভে শেষ পর্যন্ত, ওই যুবকের ৫১ লক্ষ ৬৩ হাজার ২৭৭ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নোইডা পশ্চিমের বাসিন্দা অভিষেক শর্মা, গত ১৮ জানুয়ারি একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পান। ওই মেসেজের প্রেরক নিজেকে পল্লবী বলে পরিচয় দেন এবং তাঁকে একটি প্রিপেইড টাস্ক স্কিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ২,০০০ থেকে ৮০০০ টাকা উপার্জন করার আশ্বাস দেন পল্লবী।
প্রাথমিকভাবে যুবকের আস্থা অর্জন না হওয়ায় পল্লবী তাঁকে আরও ব্যাখ্যা দেন। এক পর্যায়ে তাঁকে টেলিগ্রাম গ্রুপে যোগদান করান। এরপর পল্লবী ওই যুবককে টাস্ক সম্পন্ন করার জন্য একটি বিশেষ প্রিপেইড প্ল্যানের কথা জানান, যা ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের মাধ্যমে চলতে থাকে।
শুরুতে স্কিমটি একেবারে স্বাভাবিক মনে হলেও, যুবক বুঝতে পারেননি যে তিনি বড় প্রতারণার শিকার হচ্ছেন। প্রথমে ছোট অঙ্কের টাকা পাঠানোর পর, যুবক নিজের প্রাপ্ত লাভের পরিমাণ দেখতে শুরু করেন। তখনই প্রতারকরা তাঁকে আরও বড় অঙ্কের টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। আশ্বস্ত হয়ে ওই যুবক ৩২টি লেনদের মাধ্যমে মোট ৫১,৬৩,২৭৭ টাকা ওই স্কিমে পাঠিয়ে দেন।
এরপরই যুবক একটি লিঙ্ক পেয়ে দেখেন যে, তাঁর প্রাপ্ত লাভের পরিমাণ ৬,০০,০০০ টাকা হয়েছে। বিষয়টি যুবকের কাছে বেশ সন্দেহজনক হয়ে ওঠে। তখন তিনি প্রতারকদের কাছে নিজের হকের টাকা ফেরৎ চান। এবার প্রতারকরা দাবি করেন যে, ভিভিআইপি চ্যানেল ফি, নির্মাণ কর, এবং জরিমানা পরিশোধ করার অজুহাত তুলে যুবকের কাছ থেকে ফের টাকা দাবি করে। এমনকি তারা তাকে আশ্বাস দেওয়া হয় যে, অতিরিক্ত টাকা পাঠালেই যুবক তাঁর হকের পুরো অর্থ ফেরৎ পাবেন।
যুবকের সন্দেহ গভীর হয়। বন্ধুকে পুর বিষয়টি খুলে বলেন তিনি। বন্ধুই প্রতারণার এই স্কিমের বিষয়ে সতর্ক করেন। এরপর প্রতারিত যুবক সরকারি সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছে ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।
#prepaidtasksscam#uttarpradesh#cyberscam
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
লিখিত পরীক্ষা ছাড়াই NTPC-তে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা...
দুই মদ্যপের বিবাদ, বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক, গ্রেপ্তার ২ ...
ফের রক্তাক্ত উপত্যকা, বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত্যা করল জঙ্গিরা...
আরও স্বস্তি মধ্যবিত্তের! এবার কমতে পারে সুদের হার, বড় ঘোষণার সম্ভাবনা কবে? ...
ভারতীয় ইঞ্জিনিয়াররা মোটা বেতন পেলেও পরিশ্রম করতে চান না! আইআইটি প্রাক্তনীর মন্তব্যে তোলপাড়...
কাজে অনীহা? 'ফক্সডাক্টিভিটি' হয়নি তো? মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!...
এসি চালিয়ে বেমালুম ঘুরছেন! গাড়ির কতো পেট্রোল পোড়ে জানেন! শুনলে মাথায় হাত পড়বে আপনার! ...
৪০ হাজার টাকা ঋণ নিয়ে শ্যালিকাকে খুন ও গণধর্ষণ, কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের জালে জামাইবাবু...
বাজাটে বিহারকে ঢালাও 'উপহার', কেন? জবাবে আব্রাহাম লিঙ্কনের উদ্ধতি তুলে ধরলেন নির্মলা!...
চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইফাই, অ্যাপ ক্যাবে কী নেই! চালকের কীর্তিতে জোর চর্চা নেট দুনিয়ায় ...
'জোড়ি নম্বর ওয়ান'! মহাকুম্ভের মেলায় মেকআপে ব্যস্ত স্ত্রী, আয়না ধরে স্বামী, দম্পতির কীর্তিতে হেসে লুটোপুটি ...
'প্রেমিকা ছেড়ে গেছে', দুঃখে থানায় ছুটলেন যুবক, পুলিশের সামনেই বিষপান ...
চার চাকা চেপে পাইপ চুরি চোরের! ভিআইপি কুকীর্তি দেখে ভ্যাবাচাকা খেল পুলিশ ...
ফেব্রুয়ারি থেকে বাড়ল এটিএমে টাকা তোলার খরচ, ইউপিআই আইডি-র নিয়মেও বড় বদল ...
আটদিন মায়ের দেহের সামনে চুপচাপ বসে দুই মেয়ে, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে হতবাক পুলিশ...