সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার এক যুবক হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে প্রিপেইড টাস্ক স্ক্যামের শিকার হয়েছেন। সাইবার অপরাধীরা তাঁকে প্রাথমিকভাবে একটি লাভজনক স্কিমের প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলে। প্রতিদিন ২০০০ থেকে ৮০০০ টাকা উপার্জনের কথা বলা হয়েছিল। কিন্তু অতি লোভে শেষ পর্যন্ত, ওই যুবকের ৫১ লক্ষ ৬৩ হাজার ২৭৭ টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।
গৌতম বুদ্ধ নগর জেলার গ্রেটার নোইডা পশ্চিমের বাসিন্দা অভিষেক শর্মা, গত ১৮ জানুয়ারি একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পান। ওই মেসেজের প্রেরক নিজেকে পল্লবী বলে পরিচয় দেন এবং তাঁকে একটি প্রিপেইড টাস্ক স্কিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন। এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ২,০০০ থেকে ৮০০০ টাকা উপার্জন করার আশ্বাস দেন পল্লবী।
প্রাথমিকভাবে যুবকের আস্থা অর্জন না হওয়ায় পল্লবী তাঁকে আরও ব্যাখ্যা দেন। এক পর্যায়ে তাঁকে টেলিগ্রাম গ্রুপে যোগদান করান। এরপর পল্লবী ওই যুবককে টাস্ক সম্পন্ন করার জন্য একটি বিশেষ প্রিপেইড প্ল্যানের কথা জানান, যা ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের মাধ্যমে চলতে থাকে।
শুরুতে স্কিমটি একেবারে স্বাভাবিক মনে হলেও, যুবক বুঝতে পারেননি যে তিনি বড় প্রতারণার শিকার হচ্ছেন। প্রথমে ছোট অঙ্কের টাকা পাঠানোর পর, যুবক নিজের প্রাপ্ত লাভের পরিমাণ দেখতে শুরু করেন। তখনই প্রতারকরা তাঁকে আরও বড় অঙ্কের টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। আশ্বস্ত হয়ে ওই যুবক ৩২টি লেনদের মাধ্যমে মোট ৫১,৬৩,২৭৭ টাকা ওই স্কিমে পাঠিয়ে দেন।
এরপরই যুবক একটি লিঙ্ক পেয়ে দেখেন যে, তাঁর প্রাপ্ত লাভের পরিমাণ ৬,০০,০০০ টাকা হয়েছে। বিষয়টি যুবকের কাছে বেশ সন্দেহজনক হয়ে ওঠে। তখন তিনি প্রতারকদের কাছে নিজের হকের টাকা ফেরৎ চান। এবার প্রতারকরা দাবি করেন যে, ভিভিআইপি চ্যানেল ফি, নির্মাণ কর, এবং জরিমানা পরিশোধ করার অজুহাত তুলে যুবকের কাছ থেকে ফের টাকা দাবি করে। এমনকি তারা তাকে আশ্বাস দেওয়া হয় যে, অতিরিক্ত টাকা পাঠালেই যুবক তাঁর হকের পুরো অর্থ ফেরৎ পাবেন।
যুবকের সন্দেহ গভীর হয়। বন্ধুকে পুর বিষয়টি খুলে বলেন তিনি। বন্ধুই প্রতারণার এই স্কিমের বিষয়ে সতর্ক করেন। এরপর প্রতারিত যুবক সরকারি সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম পুলিশ স্টেশন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেছে ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।
#prepaidtasksscam#uttarpradesh#cyberscam
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

রেলের টিকিটে প্রবীণদের জন্য ছাড়, খবর 'বিভ্রান্তিকর', সাফ দাবি রেল কর্তৃপক্ষের ...

অর্থের অভাবে আইনজীবী নিয়োগ করতে না পারা মামলাকারীদের সাহায্য করতে হবে তরুণ আইনজীবীদের: সুপ্রিম কোর্ট...

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের কারণ কী? রেল ও দিল্লি পুলিশের যুক্তিতে বিস্তর পার্থক্য! বিভ্রান্তি আরও বাড়ল...

‘হৃদয়বিদারক', নয়াদিল্লির পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতার...

রিলায়েন্সের বড় চমক, আসছে জিও কয়েন!

ঘোড়ায় চড়ে নাচ করছিলেন পাত্র, আচমকা লুটিয়ে পড়লেন, পাত্রীর সামনেই মর্মান্তিক পরিণতি ...

পণ না দেওয়ার শাস্তি, বধূকে এইচআইভি সংক্রমিত সূচ ফুটিয়ে অত্যাচার স্বামী-শাশুড়ির ...

ঘণ্টার পর ঘণ্টা স্নান করার অভ্যাস বধূর! স্নানঘরে কী করেন? উঁকি দিতেই চক্ষু চড়কগাছ শাশুড়ির ...

প্রাক্তন প্রেমিককে ১০০ পিৎজা পাঠালেন তরুণী! ভালবাসার দিনে উপহার না প্রতিশোধ? ...

অটো চালকের চড়ে মৃত্যু গোয়ার প্রাক্তন বিধায়কের...

ভারতে বাড়ছে ঘৃণা ভাষণ, বলছে রিপোর্ট

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার স্থির করতে শীঘ্রই বৈঠক...

আটা মাখার সময় এ কী করলেন ধাবার রাঁধুনি! ভিডিও দেখলে ঘুম উড়বে...

জালের জানলা দিয়েও বিক্রি হল চা, অবাক হল সোশ্যাল মিডিয়া......

উর্দু নয় পড়াতে হবে সংস্কৃত, প্রবল বিতর্ক তৈরি হল রাজস্থানের সরকারি স্কুলে...