আজকাল ওয়েবডেস্ক:‌ ঢোক গিললেন পাক অভিনেত্রী শেহর শিনওয়ারি। ভারত–বাংলাদেশ ম্যাচের আগে এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘‌আমার বাঙালি বন্ধুরা। আমাদের হয়ে পরবর্তী ম্যাচে বদলা নাও। আর ভারতকে হারাতে পারলে আমি ঢাকায় যাব। বাঙালি ছেলেদের সঙ্গে ফিশ ডিনারে যাব।’‌ পাক অভিনেত্রীর স্বপ্ন পূরণ হয়নি। ভারত সাত উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বিরাট কোহলি অনবদ্য শতরান করেছেন। এরপরই এক্স হ্যান্ডলে পাক অভিনেত্রী লিখেছেন, ‘‌তোমরা অন্তত ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে লড়াই করেছো। ওয়েল ডান বেঙ্গলি টাইগার্স।’‌ প্রসঙ্গত, প্রথম টুইটের পরেই নেটিজেনরা বলেছিলেন, এটা নিজেকে প্রচারের আলোয় আনার একটা চেষ্টা মাত্র। ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর বাংলাদেশ ম্যাচের আগে টুইট করে সাকিবদের চাগানোর একটা চেষ্টা মাত্র।