সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩ সালে এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত ছবি ‘আশিকি ২’। তার পরে কেটে গিয়েছে এক দশক। বছর দশেক পরে ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। ‘আশিকি ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা কার্তিক আরিয়ানকে। বিপরীতে থাকার কথা ছিল তৃপ্তি দিমরি। হ্যাঁ, কথা ছিল। গত মাসেই শোনা গিয়েছিল, অনুরাগ বসু পরিচালিত ‘আশিকি ৩’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। তারপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ অনুরাগ বসু। রাখঢাক না রেখেই।
খবর, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি প্রধান নায়িকার মুখে এক অদ্ভুত সারল্য দেখা গিয়েছে। ছবির গল্প, সুরের পাশাপাশি সেটাও ছবির অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করেছে। তৃপ্তির চোখে-মুখেও সেই সারল্য রয়েছে। তবে গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। বিশেষ করে 'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তির অনাবৃত শরীরী সাহসী দৃশ্য তো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল সকাল ও সন্ধ্যার চায়ের কাপের আড্ডার। তাই তৃপ্তিকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। যদিও অনুরাগ জানিয়েছেন এই খবরের মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। সবটুকুই রটনা। এমনকী, এই ছবির নাম-ও নেই এখন আর নেই ‘আশিকি ৩’!
সেই সাক্ষাৎকারে অনুরাগ আরও বলেন, “হ্যাঁ, এখন এই ছবির নাম যে কী, সেটা এইমুহূর্তে আমি নিজেও জানি না। এই মাসেই শুরু হবে ছবির শুটিং। আর হ্যাঁ, ছবির নায়িকা কে হবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। বাছাইপর্ব চলছে। আগামী এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারব আমরা।” ছবি থেকে তৃপ্তির বাদ পড়ার কারণ হিসাবে অনুরাগের জবাব, “একজন অভিনেত্রী অন্য কোন ছবিতে কোন চরিত্রে অভিনয় করলেন, তার প্রভাব সেই অভিনেত্রীর অন্য ছবিতে পড়বে, সেকথা আমি মানতে বিলকুল নারাজ। এখন তো এই ছবির নাম-ও ‘আশিকি ৩ আর নেই। সবথেকে বড় কারণ ছিল ডেট। তৃপ্তি বিশাল ভরদ্বাজের নতুন ছবির নায়িকা হিসাবে শুটিং শুরু করেছেন। আমাদের ছবিরও শুটিং এই মাসেই। সুতরাং, সময়টা ছিল না ওঁর হাতে। এক কাজ করুন না, ওকেও এই ব্যাপারে জিজ্ঞেস করুন। দেখুন না, ও কী বলে।”
