আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফি শেষ। তবুও মিচেল মার্শের বুমরা-দুঃস্বপ্ন কাটছে না। বর্ডার-গাভাসকর ট্রফিতে বুমরা ৩২টি উইকেট নেন। সিরিজ সেরাও হন তিনি। 

সেই বুমরাহ এখন বেঙ্গালুরুর এনসিএ-তে। কিন্তু তাঁকে নিয়ে এখনও ভয় ভীতি কেন মিচেল মার্শের? অস্ট্রেলিয়ান তারকা নিজেই রহস্য ফাঁস করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিচেল মার্শ যা বললেন বুমরা প্রসঙ্গে, তা শোনার পরে উপস্থিত দর্শকরা হেসে কুটিপাটি। 

মার্শ বলছেন, ''আমার ছোট্ট ভাইপো টেডের বয়স চার বছর। উঠোনে আমরা ক্রিকেট খেলি। সেদিন টেড বুমরার অ্যাকশনে বোলিং করেছে। আর তা দেখে আমার খুব ভয় লেগেছে। বুমরা ভীতি আমার আর কাটছে না।'' 

এদিকে রবিবার বেঙ্গালুরু পৌঁছন বুমরা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু’–তিন দিন থাকবেন তিনি। তার মধ্যে তাঁর চোটের জায়গায় স্ক্যান করা হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকরা। সেই রিপোর্ট দেখে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে বুমরা খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকরা মনে করেন যে বুমরার অস্ত্রোপচারের দরকার নেই, তা হলে ভাল খবর। কিন্তু যদি তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয় তা হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার খেলার সম্ভাবনা নেই।