আজকাল ওয়েবডেস্ক: জোফ্রা আর্চারের বলে আঙুল ভাঙল সঞ্জু স্যামসনের। মুম্বইয়ে পঞ্চম টি-২০ ম্যাচে তর্জনী ভাঙে তারকা উইকেটকিপার ব্যাটারের। এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে সঞ্জুকে। যার ফলে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে ফিরে গিয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারবেন সঞ্জু। তারপর ট্রেনিং শুরু করবেন। প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার আগে এনসিএর সবুজ সংকেত লাগবে উইকেটকিপার ব্যাটারের। বিসিসিআইয়ের এক সূত্র বলেন, 'স্যামসনের ডান হাতের তর্জনীর হাড়ে চিড় ধরেছে। পুরোদমে নেটে ফিরতে পাঁচ থেকে ছয় সপ্তাহ লেগে যাবে। সুতরাং পুনেতে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি কেরলের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে, আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সরাসরি ও মাঠে ফিরবে।'

 

 

ইংল্যান্ড‌ সিরিজে রান পাননি সঞ্জু। একদিনের দলের অঙ্গ নয় তিনি। রবিবার আর্চারের তৃতীয় বলেই ডান হাতের তর্জনীতে চোট পান। প্রায় ১৫০ কিলোমিটার ঘণ্টা বেগে বল ছিল। যদিও তারপরও তিনি ব্যাট করেন। একটি ছক্কা এবং চার হাঁকান। ডাগআউটে ফেরার পর আঙুল ফুলে যায়। স্ক্যান করার পর আঙুলে চিড় ধরা পড়ে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন। সাত ম্যাচে তিনটে শতরান করেন। বিজয় হাজারেতে না খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েন। ইংল্যান্ড সিরিজে ডাহা ব্যর্থ। ৫ ম্যাচে মাত্র ৫১ রান করেন। সর্বোচ্চ রান ২৬। ইডেন গার্ডেনে সিরিজের উদ্বোধনী ম্যাচে করেছিলেন। জোফ্রা আর্চার, মার্ক উড, সাকিব মাহমুদের শর্ট বল সামলাতে হিমশিম খান সঞ্জু। প্রায় প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লে-তে আউট হন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর জুলাইয়ের শেষের আগে কোনও সাদা বলের টুর্নামেন্ট নেই ভারতের। এরপর আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।