আজকাল ওয়েবডেস্ক: রাম-জন্মভূমি অযোধ্যায় নালা থেকে উদ্ধার দলিত তরুণীর ক্ষতবিক্ষত দেহ। ২২ বছরের তরুণীর চোখ উপড়ানো ছিল, সারা দেহ জুড়ে ছিল আঘাতের চিহ্ন। দলিত তরুণীর চরম পরিণতির জেরে ভোটের মুখে উত্তপ্ত পরিস্থিতি উত্তরপ্রদেশের অযোধ্যায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মিল্কিপুরে। বৃহস্পতিবার রাতে 'ভগবত কথা' শুনতে গিয়েছিলেন তরুণী। আর ফেরেননি ঘরে। শনিবার বাড়ির অদূরে এক নালা থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন এবং চোখ উপড়ানো ছিল। তিনদিন পর এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ফেব্রুয়ারি মিল্কিপুরে বিধানসভা উপনির্বাচন। নির্বাচনের প্রচারে গিয়ে দলিত তরুণীর মর্মান্তিক পরিণতি ঘিরে কান্নায় ভেঙে পড়েন ফৈজ়াবাদের সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদ। রবিবার এক সভায় কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'রাম-জন্মভূমিতে দলিত তরুণীর এই পরিণতি! হে রাম, হে সীতা, কোথায় আপনারা? আমাকে দিল্লিতে যেতে দিন। লোকসভায় বিষয়টি তুলব। বিচার না পেলে আমি সাংসদপদ ছেড়ে দেব।'
এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'অযোধ্যার এক দলিত মেয়েকে এমনভাবেই নির্যাতন করেছিল সমাজবাদী দলের এক নেতা। এই ঘটনার তদন্ত করলেও ওই দলেরই কোনও নেতার যোগ দেখা যেতে পারে।' রায়বরেলির সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য, 'প্রশাসন যদি নির্যাতিতার পরিবারের অভিযোগ আগে শুনত, তা হলে মেয়েটির প্রাণ বেঁচে যেত হয়তো। আর কত পরিবারকে দুর্দিনের মুখ দেখতে হবে? উত্তরপ্রদেশের বিজেপি সরকারের শাসনকালে দলিতদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে।'
