নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকারের ঘরে। তবে এই বিশেষ দিন আসার আগে মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিয়েছিলেন এই তারকা জুটি। 

 


ছবিগুলোতে দেখা গিয়েছিল কখনও নিজের স্ফীতোদর জড়িয়ে আনন্দে আত্মহারা হবু মা রুপসা, আবার কখনও স্ত্রী রূপসার স্ফীতোদরে চুমু এঁকে দিচ্ছেন সায়নদীপ। তবে রূপসা-সায়নদীপের সংসারে যে নতুন সদস্য আসতে আর খুব বেশি দেরি নেই তা বেশ বোঝা যাচ্ছে। এবার সামনে এল নায়িকার সাধের ছবি। সেখানেই হবু মায়ের সামনে ভোটদান পর্ব চলল! ছেলে হবে না মেয়ে? পরিবারের সবাই মেতে উঠল এই খেলায়। 

 

 

বেশিরভাগ ভোট গেল পুত্র সন্তানের দিকেই। নাম মাত্র ভোট পেল কন্যা সন্তান। যদিও রূপসা নিজে চান কন্যা সন্তানের মা হতে। অন্যদিকে, সায়নদীপ চান পুত্র সন্তান। রূপসার সাধে এই মজার খেলা মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। কটাক্ষের তির ধেয়ে এসেছে তারকা দম্পতির উপর। গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। এদিকে, বিয়ের বছর ঘোরার আগে মাতৃত্ব নিয়ে কটাক্ষকে পাত্তা দিতে চাননি সায়দীপ-রূপসা। কিন্তু এবার কটাক্ষের জবাবের জন্য প্রস্তুত তাঁরা। আজকাল ডট ইন-কে জানালেন, "আমার কিংবা সায়নদীপের ছেলে না মেয়ে হবে, এই নিয়ে কোনও দ্বন্দ্ব ছিল না। এটা নিছক একটা খেলা ছিল। আজ যদি ছেলের থেকে মেয়ের ভোট বেশি হতো, তাহলে এই বিষয়ে এত কথাই উঠত না। অনেক বিষয়ে চুপ করে থেকেছি। এবার সময় এসেছে জবাব দেওয়ার।"