আজকাল ওয়েবডেস্ক: রোগমুক্তির জন্য স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছিল স্বামী। তার ধারণা ছিল, স্ত্রীকে জীবন থেকে সরালেই দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাবে সে। সেই কারণেই স্ত্রীকে খুন করে। এই ঘটনার পাঁচ বছর পর দোষী সাব্যস্ত হল স্বামী। কড়া শাস্তি ঘোষণা করল আদালত। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদৌয়ে। সূত্রের খবর, ২০২০ সালে স্ত্রীকে খুন করেছিল দোষী সাব্যস্ত স্বামী। জটিল অসুখে ভুগছিল সে। হাঁটাচলা করতে পারত না। বহু চিকিৎসকের কাছে ঘুরেও কোনও সুরাহা হয়নি। এরপরই পশুদের হত্যা করতে শুরু করেছিল। রোগ সারাতে একাধিক শূকর মেরেছিল সে। 

পশুহত্যার পরেও জটিল অসুখ সারেনি তার। এরপর স্ত্রীকে হত্যার ছক কষে। বাড়িতেই স্ত্রীকে কুপিয়ে খুন করে সে। ওই বছরই ঘাতক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গ্রেপ্তারির পরেও তদন্ত চালিয়ে যায় পুলিশ। চলতি বছরে এই মামলায় আদালত রায় ঘোষণা করে। ঘাতক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি দোষীকে ২৫ হাজার টাকা জরিমানাও ঘোষণা করা হয়েছে।