আজকাল ওয়েবডেস্ক: সারা দিনের ব্যস্ততা, ক্লান্ত শরীরে বাড়ি ফিরতে না ফিরতেই চোখ জুড়িয়ে আসে ঘুমে। কিন্তু রাতের খাবার খেয়ে বিছানায় আসতেই অদ্ভুতভাবে উধাও হয়ে যায় ঘুম। সারা রাত বিছানায় এ পাশ-ও পাশ করেও দু’চোখের পাতা এক করা যায় না। এদিকে দিনভর থাকে ঝিমুনি, ঘুম ঘুম ভাব। কিন্তু তখন তো আর ঘুমের উপায় নেই। এই সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু ঠিক কী কারণে এমন হয়? অজান্তে শরীরে বড় রোগ বাসা বাধঁছে না তো! জেনে নেওয়া যাক-
রাতে ঠিক মতো ঘুম না হলে সারা দিন ক্লান্তি, ঘুম ঘুম ভাব থাকাই স্বাভাবিক। কিন্তু এর পিছনে থাকতে পারে আরও অনেক কারণ। অনেক সময়ে শরীরে ভিটামিন ডি, বি-১২, আয়রন, ম্যাগনেশিয়াম বা পটাসিয়ামের অভাবে ক্লান্তি ভাব থাকে। সেক্ষেত্রে নিয়মিত রক্ত পরীক্ষা করিয়ে ভিটামিনের অভাব রয়েছে কিনা দেখে নিতে পারেন।
সারাদিন ঘুম ঘুম ভাবের আরও একটি কারণ হল ডায়াবেটিস। আসলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর যথেষ্ট পরিমাণে ইনসুলিন হয় না। ফলে শরীরে জাঁকিয়ে বসে ক্লান্তি। আবার ক্যান্সার বা হার্টের সমস্যা থাকলেও সহজে ক্লান্ত হয়ে পড়েন অনেকে।
সারাদিন ঘুম ঘুম ভাবের আরও একটি অন্যতম কারণ হল স্ট্রেস। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মাথা যন্ত্রণা, পেটের সমস্যা, ক্লান্তি আসতে পারে। দিনের পর দিন মানসিক ক্লান্তি থেকে অবসাদেও ভোগেন অনেকে। সেক্ষেত্রে কোনও কাজে মন বসে না, সারাদিনই ঝিমুনি ভাব থাকে।
ওজন বেশি থাকলেও শরীরে অলসতা গ্রাস করে। কমে যায় এনার্জির মাত্রাও। তাই বাড়তি মেদ থাকলে সচেতন হওয়া জরুরি।কোনও নির্দিষ্ট ওষুধের প্রতিক্রিয়াতেও সারাদিন ঘুম আসতে পারে।
