নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে  'রক্তবীজ ২'। এই পুজোতেই। রবিবাসরীয় সকালেই বড় ঘোষণা এল উইন্ডোজ প্রোডাকশনের তরফে। সমাজমাধ্যমে মুক্তি পেল রক্তবীজ ২ -এর ১০ সেকেন্ডের ছোট্ট টিজার পোস্টার। দেখা যাচ্ছে, রুক্ষ জমির উপর এক ফোঁটা রক্ত পড়ে তা ছড়িয়ে গেল নিমেষে। সেই ছড়িয়ে যাওয়া রক্ত আকার থেকে ফুটে উঠল ছবির নাম। এরপর  টাইপরাইটারে টাইপ করার শব্দ শোনার সঙ্গে সঙ্গে ছবির নামের ঠিক নীচে একটি একটি করে অক্ষর স্পষ্ট হতে শুরু করল, যা আদতে পরিচালক জুটির নাম। এই ছবিতে যে এবারও মুখ্য জুটি হিসাবে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়- মিমি চক্রবর্তীকে সে বার্তাও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হল এই মোশন পোস্টারেই। খবর, রক্তবীজ-এর সিক্যুয়েলে রয়েছেন সোহম চক্রবর্তীও। তবে কোন সত্য ঘটনা অনলম্বনে তৈরি হচ্ছে শিবু-নন্দিতার এই ছবি, তা এখনও অজানা।

 

 

মুক্তি পাওয়ার পরপরই একের পর এক ইতিহাস গড়েছিল ‘রক্তবীজ’। ২০২৩ সালে এই ছবির মাধ্যমেই প্রথম পুজোমুক্তি তায় প্রথম থ্রিলার ছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। বহু সপ্তাহ জুড়েই হাউজফুল বোর্ড দেখেছিল এই ছবি। লোকমুখে প্রচার এতটাই ছিল যে রক্তবীজ ঘিরে উন্মাদনা, আগ্রহ এবং দেখার উৎসাহ উত্তরোত্তর বেড়ে তাকে নিয়ে ফেলেছিল সুদূর ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায়। ছবিতেমুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। যামিনী চরিত্রে দেবলীনা কুমার, নিশির চরিত্রে সত্যম ভট্টাচার্য, সাংবাদিক ভাস্কর হিসাবে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য। এঁদের কি এবারও দেখা যাবে রক্তবীজ এর সিক্যুয়েলে?


প্রসঙ্গত, ২০১৪ সালের এক বিস্ফোরণ-কাণ্ডকে ঘিরে তৈরি এ ছবির গল্প। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সে বছর পুজোয় বর্ধমানে নিজের আদি বাড়িতে ছিলেন কয়েকটি দিন। ওই সময়েই রাষ্ট্রপতির বাড়ির অনতিদূরে ঘটে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এখানে রাষ্ট্রপতির নাম অনিমেষ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি ও দিদির বাড়ির চারপাশ ঘিরে তৈরি এই ছবির গল্প ছিল বেশ টানটান।