বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ২৬ জানুয়ারী ২০২৫ ০৯ : ০৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে অবসর গ্রহণ করেছিলেন। ক্রিকেট ছাড়ার পরই পদ্মশ্রী হয়েছেন। সেই রবিচন্দ্রন অশ্বিন ডেটা এবং কৃত্রিম বুদ্ধমত্তার প্রয়োজনীয়তার কথা বললেন ক্রিকেটে। ভারতের প্রাক্তন হয়ে যাওয়া অফস্পিনার বলছেন, যেসব ক্রিকেটার তথ্য, পরিসংখ্যান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাবে না, তাদের ক্রিকেট কেরিয়ার বেশিদূর এগোবে না। অশ্বিন প্রসঙ্গে এক প্রাক্তন পাক তারকা বলেছিলেন, ক্রিকেট প্রশাসনে ওকে দেখছি। অশ্বিনের চিন্তাভাবনাই অন্যরকমের।
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা অশ্বিনের চিন্তাভাবনা যে অন্যরকমের হবে, তা বলাই বাহুল্য। কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য পরিসংখ্যানের সাহায্য নিয়ে ক্রিকেটাররা কেন এগিয়ে থাকবেন, সেই ব্যাখ্যা দিয়েছেন অশ্বিন।
বেঙ্গালুরুতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল আমাজন ওয়েব সার্ভিসেস এআই কনক্লেভ। সেই সম্মেলনে ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও উপস্থিত ছিলেন। সেখানে অশ্বিন বলেন, ''প্রচুর মানুষ তথ্যের সাহায্য নেবেন ও সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।''
হর্ষ ভোগলে আবার বলছেন, ''শুরুর দিকে ব্যাটসম্যানের মূল্যায়ন করা হত রান ও মিনিট দিয়ে। কত বল খেলছে সংশ্লিষ্ট ব্যাটসম্যান, তা ধরা হত না। স্ট্রাইক রেট কী বস্তু, তার ধারণা ছিল না। কিন্তু এখন সবকিছুই বিশ্লেষণ করতে হচ্ছে।''
অশ্বিন আবার তুলে ধরছেন অন্য দিক, ''কোন ডেটা ব্যবহার করতে হবে, সেটি জানাও গুরুত্বপূর্ণ। একজন বোলার হিসেবে আমি এমন তথ্য চাইব, যা কাজে লাগানো যায়। যেমন ঋষভ পন্থের মতো ব্যাটসম্যানকে আটকে রাখতে হলে কী করতে হবে। লেগ সাইডে ওর স্ট্রাইক রেট দেড়শোর উপরে, অফ সাইডে ওর স্ট্রাইক রেট কত।''
সব সময়ে ডেটা কাজে নাও লাগতে পারে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের প্রসঙ্গ উত্থাপ্পন করে অশ্বিন বলছেন, ''স্মিথের ব্যাট নাড়াচাড়া করার বিষয়টা আমি পর্যবেক্ষণ করেছি। ডেটা আমাকে এব্যাপারে সাহায্য করেনি। আমাকে এমন জিনিস খুঁজতে হবে যা মাঠে আমাকে সাহায্য করবে।'' অশ্বিন রসিকতা করে বলেন, আমার মাথা এআই। খেলার মাঠে মস্তিষ্কের ব্যবহার গুরুত্বপূর্ণ বলে মনে করেন অশ্বিন। প্রসঙ্গক্রমে তিনি মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে আনেন। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজনকে বাকিদের থেকে আলাদা করে দেয়। অশ্বিন বলছেন, ''ক্রিকেট মস্তিষ্কের খেলা। মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটার যদি বুঝে যায় বিপক্ষের পরিকল্পনা, তাহলে সে তো টেক্কা দেবেই। ডেটা পথ দেখাবে কিন্তু সহজাত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ম্যাচ জেতাবে।''
#RavichandranAshwin#AI
বিশেষ খবর
নানান খবর
নানান খবর

হর্ষিত নয়, বুমরার পরিবর্ত হিসেবে এই তারকাকে চান পন্টিং...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পছন্দের দল বেছে নিলেন প্রাক্তন নির্বাচক প্রধান, বেঙ্গসরকরের ফেভারিট কে?...

'মূর্খ লোকজন,' কোহলি-বাবর তুলনা প্রসঙ্গে ফ্যানদের একহাত নিলেন আকমল...

ভারতের ৪০ বছরের বিশ্বরেকর্ড ভেঙে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ...

কতগুলো ক্যামেরা থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেক ম্যাচে? জানলে অবাক হবেন...

'অনেক ক্ষেত্রে ও বুমরাকে ছাপিয়ে গিয়েছে,' সামিকে কেন্দ্র করেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশা দেখছেন ভারতের প্র...

রোহিতের ব্যাটে রান ও হাতে ট্রফি দেখছেন ক্লার্ক ...

বড় প্রস্তাব পেয়েও ছেড়ে দিলেন রাহানে, কিন্তু কেন? ...

ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, কেন এমন বললেন প্রাক্তন তারকা? ...

ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, কেন এমন বললেন প্রাক্তন তারকা? ...

অনবদ্য প্রত্যাবর্তন, আইএসএলে প্রথম কলকাতা ডার্বি জয় ইস্টবেঙ্গলের...

ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিটও বিক্রি হয়ে গেল নিমেষে, পারদ চড়ছে হাইভোল্টেজ ম্যাচের ...

হার্দিকের মারা শট আছড়ে পড়ল পন্থের হাঁটুতে, তার পরে কী হল? ...

কবে থেকে শুরু আইপিএল? কেকেআরের ম্যাচ কবে? পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিল বোর্ড ...

পাকিস্তানের মতোই অস্থির বাবর আজমদের ক্রিকেট, তুলনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার ...