নিজস্ব সংবাদদাতা: অতীতকে পেছনে ফেলে ভালবাসার মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জয় মুখোপাধ্যায়। শনিবার অলিভিয়া বিশ্বাসের সঙ্গে চার হাত এক করলেন অভিনেতা। বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে নিজেই সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন জয়।

একসময় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও জয় মুখোপাধ্যায়ের প্রথমে প্রেম এবং পরে বিচ্ছেদ নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। শোনা যায়, জয়ের রাগ নিয়ন্ত্রণ করতে না পারাই ছিল এই সম্পর্কে বিচ্ছেদের কারণ। এমনকি জয়ের বিরুদ্ধে আইনি সহায়তাও নেন সায়ন্তিকা। এরপর জয়ের খারাপ ব্যবহারের জন্য টলিউড থেকেও ব্যান করা হয় এই অভিনেতাকে। তবে অতীত ভুলে নতুন করে কাজ শুরু করেন জয়। 

পরবর্তীকালে বিক্রম বেতাল নামে একটি ধারাবাহিকের শুটিং করলেও তা মুক্তি পায়নি। এক সময় ছোট পর্দা ও বড় পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন জয়। তবে ধীরে ধীরে টলিউড থেকে সরে আসেন তিনি। এসবের মাঝেই এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা। 

প্রেমিকা অলিভিয়ার সঙ্গে সাত পাকে জয়। বেশ জাঁকজমকভাবে সামাজিক বিয়ের অনুষ্ঠান করেন যুগল। মালা বদল থেকে সিঁদুর দান বিয়ের প্রত্যেক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। তবে এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে কোনও পোস্ট করেননি জয়। প্রেমিকা অলিভিয়ার সঙ্গে  নেটপাড়ায় তাঁর তেমন কোনও ছবিও পোস্ট করতে দেখা যায়নি। তবে এদিন বিয়ের ছবি শেয়ার করার পরই অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।