আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের চিপকে দাপট দেখালেন ভারতীয় স্পিনাররা। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান নয় উইকেট হারিয়ে ১৬৫। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। রবি বিষ্ণোই বাদে উইকেট পেয়েছেন সকলেই। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে ৩০ বলে ৪৫ রান করেছেন বাটলার এবং ১৭ বলে ৩১ রান করেছেন ব্রাইটন কার্স। ম্যাচের প্রথম ইনিংসের পর টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল জানান, ‘রান তোলাটা এই পিচে খুব একটা কঠিন নয়’। বলের লাইন একটু এদিক থেকে ওদিক হলেই মার খেতে হচ্ছে। বল পিচে পড়ে ব্যাটে আসছে। ১৮০ থেকে ১৮৫ হওয়া সম্ভব এই পিচে।

 

তবে রান তুলতে হলে ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ক্রিজে টিকে থাকা জরুরি। চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচেও সুযোগ পেলেন না মহম্মদ সামি। দলে দুটো পরিবর্তন হয়। চোট পাওয়া নীতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিংয়ের জায়গায় সুযোগ পান ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। কিন্তু এখনও সামির কপাল খুলল না। জায়গা হল না বঙ্গ পেসারের। সিরিজের বাকি ম্যাচে পাওয়া যাবে না নীতিশকে। তবে চতুর্থ ম্যাচ থেকে ফিরবেন রিঙ্কু। এদিনও সামির দলে সুযোগ না পাওয়া সবাইকে অবাক করছে। ঠিক কী কারণে বাংলার পেসারকে খেলানো হচ্ছে না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।