আজকাল ওয়েবডেস্ক: ফের একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। সেখানে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি রান্নাঘরে অভিনব উপায়ে চা তৈরি করছেন। প্রথমে দেখা গিয়েছে গ্যাসের উপর চায়ের পাতা দিয়েছেন একজন। তবে এরপরই চমক দেওয়ার পালা। গ্যাস হাল্কা করে জ্বালিয়ে অন্য ব্যক্তি সেখানে আগুন ধরিয়ে দিয়েছেন।
বিষয়টি ভাল করে বুঝতে হলে দেখা যায় সেই ব্যক্তির হাতে একটি ডিও স্প্রে ছিল। সেখান থেকে সে দ্রুত গতিতে সেটিকে স্প্রে করতে থাকে। এরপর সেখানে আগুন ধরিয়ে দিতেই দ্রুত সেটি জ্বলে ওঠে। ঘরে গ্যাস ফুরিয়ে গিয়েছিল তাই তারা দুজনে এই ধরণের কাজ করে। তবে এটি যে অনেক ঝুঁকির কাজ সেটি বলার অপেক্ষা রাখে না।
