নিজস্ব সংবাদদাতা: আগেই খবর এসেছিল জুটি বাঁধছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর। প্রযোজক অরিন্দম ভট্টাচার্য। পরিচালক অভিজিৎ চৌধুরীর হাত ধরে জুটি হিসাবে বড়পর্দায় জাদু ছড়াবেন দুই প্রবীণ তারকা।
দুই তারকা ছাড়াও এই ছবিতে থাকছেন টলিপাড়ার দু'জন পরিচিত নায়ক-নায়িকা। নবদম্পতির চরিত্রে ছবিতে দেখা যেতে চলেছে অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হিসাবে দেখা যাবে তাঁদের।
আজকাল ডট ইন-কে অরিন্দম ভট্টাচার্য বলেন, "দুই প্রজন্মের দুই দম্পতির জীবনকে এমনভাবে ফুটিয়ে তোলা হবে গল্পে, যার সঙ্গে মিল খুঁজে পাবেন দর্শক। দুই প্রজন্মের চাহিদা, একে অপরের সঙ্গে বোঝাপড়া সবটাই ফুটে উঠবে গল্পে। পাহাড়ে হোটেল চালান এক প্রবীণ দম্পতি। এই চরিত্রে থাকছেন মমতা শঙ্কর ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আর এই হোটেলে বেড়াতে আসেন সদ্য বিবাহিত জুটি অর্জুন-সুস্মিতা। এরপর দুই দম্পতির জীবন কোন খাতে বইবে, সেই নিয়েই এগোবে গল্প।"
প্রযোজক জানান, চলতি বছর পুজোর আগে উত্তরাখণ্ডে চলবে ছবির শুটিং। চিত্রনাট্য তৈরি, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ছবির নাম। বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবির।
