আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালে বেঙ্গালুরুতে সবথেকে বেশি মহিলাদের ওপর অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। পুলিশের কাছে দায়ের করা হয়েছে আটটি মামলা। এটি দেশের মধ্যে সর্বোচ্চ বলেই জানিয়েছে এনসিআরবি। ১৯ টি শহরকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানেই বেঙ্গালুরুর নাম সবার শীর্ষে উঠে এসেছে। আটটি অ্যাসিড হামলাই মহিলাদের ওপর করা হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই রয়েছে রাজধানী দিল্লির নাম। সেখানে বিগত এক বছরে সাতজন মহিলার ওপর অ্যাসিড হামলা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আহমেদাবাদ। সেখানে পাঁচজন মহিলার ওপর অ্যাসিড হামলা করা হয়েছে। বেঙ্গালুরুতে সবথেকে বেশি ভয়াবহ অ্যাসিড হামলার মধ্যে রয়েছে ২৪ বছরের এক তরুণীর ঘটনা যে অফিস থেকে ফেরার সময় তাঁর ওপর হামলা হয়। পুলিশ সূ্ত্রে খবর, তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এক যুবক। সেই প্রস্তাব খারিজ করে দিতেই তাঁর ওপর হামলা করা হয়। ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যাসিড আক্রান্ত তরুণীকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অফিসে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছিল।