আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। ২০২৫ সালে যে সব গ্রহ রাশি বদলাবে, তাদের মধ্যে রয়েছে শুক্র, শনি, রাহু ও কেতু। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র হল তুলা ও বৃষ রাশির অধিপতি গ্রহ। আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে গোচর করে মালব্য রাজযোগ গঠন করবে শুক্র। ৩১ মে পর্যন্ত চার মাস মালব্য রাজযোগ বজায় থাকবে। আর এই রাজযোগের শুভ প্রভাবে ৩ রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে? জেনে নেওয়া যাক-
কর্কট রাশি- মালব্য রাজযোগ কর্কট রাশির জন্য লাভজনক হতে চলেছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আচমকা অর্থলাভ হতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন বছরে নতুন চাকরির সুযোগও পাবেন। বেশ অনেকদিন পরিবারের কোনও সমস্যা তা মিটে যাবে।
ধনু রাশি- মালব্য রাজযোগের প্রভাবে ধনু রাশির অর্থভাগ্য খুলবে। ঋণ শোধ করতে পারবেন। অনেকদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। পদোন্নতি, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় চুক্তি করতে পারেন। পরিবারে শান্তি থাকবে। পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মীন রাশি- শুক্রের গোচরের ফলে সুদিন ফিরতে চলেছে মীন রাশির অধিকারীদের জীবনে। আগামী বছর মালব্য রাজযোগের প্রভাবে এই রাশির অর্থযোগ রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দাম্পত্যে সুখ থাকবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
