আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি সূর্যকুমার যাদব। বুধবার ইডেন থেকে শুরু হবে সেই লড়াই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। সেই হতাশা না থাকলেও, একদিনের ক্রিকেটে নিজের পারফরম্যান্সে খুশি নয় স্কাই। মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেন, 'আমি হতাশ নই। আমি ভাল খেললে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতাম। ভাল খেলিনি বলে দলে নেই। সেটা গ্রহণ করতে হবে।'
টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটার হলেও সেই ধারাবাহিকতা একদিনের ক্রিকেটে ধরে রাখতে পারেননি। ৩৭ ম্যাচে ৭৭৩ রান। গড় ২৫.৭৬। নিজের খেলায় সন্তুষ্ট না হলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী ভারতের টি-২০ অধিনায়ক। সূর্যকুমার বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির দল যথেষ্ট শক্তিশালী। সবাই ভাল পারফর্মার। একদিনের ক্রিকেটে দলের হয়ে ওরা ভাল খেলেছে। ঘরোয়া ক্রিকেটও খেলছে। আমি ওদের জন্য খুশি। তবে আমি একদিনের ক্রিকেটে ভাল খেলতে পারিনি বলে খারাপ লাগছে। নয়তো আমি দলে থাকতাম।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার দেখা যাবে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সামিকে। দু'জনকে মারাত্মক কম্বিনেশনের অ্যাখ্যা দেন ভারত অধিনায়ক। সূর্য বলেন, 'ওরা একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছে। ওরা অভিজ্ঞ বোলার। ভারতের হয়ে খেলা সবসময় আলাদা অনুভূতি। তাই ওদের আবার একসঙ্গে বল করতে দেখার অপেক্ষায়। যেমন আমরা ২০২৩ বিশ্বকাপে দেখেছি। ওরা খুবই ভাল বল করেছে। আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই বোলিং দেখতে পাব।' এদিকে ইডেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সূর্যের। আইপিএলের শুরুতে কেকেআরের হয়ে খেলেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের ব্যর্থতা মুছে নতুন সূর্যোদয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক।
