নিজস্ব সংবাদদাতা: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায় সমাজমাধ্যমে এখন পরিচিত মুখ। টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে হিয়ার সঙ্গে একাধিকবার দেখা গিয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তবে জানেন কি, শাশ্বত চট্টোপাধ্যায় স্রেফ একজন কন্যা সন্তানের বাবা নন! এবার ‘দ্বিতীয় কন্যা সন্তান’কে প্রকাশ্যে আনলেন অভিনেতা। দেখে নিন তাকে।
শাশ্বত চট্টোপাধ্যায় বরাবর পরিবারকেকেন্দ্রিক। কাজ ছাড়া পরিবারকে সময় দেওয়াই সবচেয়ে প্রিয় এই অভিনেতার। ইন্ডাস্ট্রির বহু অনুষ্ঠানেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁরা যখন সেইসব পার্টি-অনুষ্ঠানে থাকেন, সেই সময় তাঁদের বাড়িতে থাকে তাদের 'দ্বিতীয় কন্যা সন্তান'। এদিন দুই কন্যা সন্তানের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে শাশ্বত চট্টোপাধ্যায় লিখলেন, "বাড়ি ফেরা মানে আমার দুই কন্যা সন্তানের কাছে ফেরা। একজন হিয়া চট্টোপাধ্যায় এবং অন্যজন ব্র্যান্ডি চট্টোপাধ্যায়।" 'ব্র্যান্ডি চট্টোপাধ্যায়' আসলে শাশ্বত চট্টোপাধ্যায়ের আদরের পোষ্য, যাকে নিজের সন্তানের মতই ভালবাসেন অভিনেতা। এত বছর দ্বিতীয় সন্তানের সঙ্গে সেভাবে নিজের অনুরাগীদের সঙ্গে কখনও আলাপ করাননি শাশ্বত।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে টলিউডে পা রাখতে চলেছেন হিয়া। যদিও সে ব্যাপারে কোনও মন্তব্য আসেনি শাশ্বত অথবা তাঁর পরিবারের তরফে। আসলে ব্যক্তিগত জীবনকে তেমনভাবে কখনও সামাজিক মাধ্যমে তুলে ধরতে পছন্দ করেন না শাশ্বত চট্টোপাধ্যায়। এমনকি বহু বছর পর্যন্ত ফোনও ব্যবহার করতেন না তিনি। বর্তমানে জাতীয় স্তরে কাজকর্মের জন্য একটি ফোন নিজের কাছে রাখেন অভিনেতা। তবে এদিন সামাজিক মাধ্যমে দুই কন্যার ছবি পোস্ট করে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন তিনি।
