আজকাল ওয়েবডেস্ক: ঘন জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন এক যুবক। ঘুরতে ঘুরতে তাঁর চোখে পড়ে একটি পরিত্যক্ত ফ্রিজ। জঙ্গলে ফ্রিজ কেন! কী উদ্দেশ্যে সেটি রাখা? চিন্তাভাবনা করছিলেন তিনি। কৌতূহলবশত ফ্রিজটির কাছে এগিয়ে যান। দ্বিধা নিয়েই ফ্রিজের দরজা খোলেন তিনি। ফ্রিজের মধ্যে যা দেখেন, তারপরেই রীতিমতো তাঁর চোখে কপালে। দ্রুত খবর দেন পুলিশে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নিউ জার্সিতে। গত বছর ডিসেম্বর মাসে জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন জন টাইরেল নামের এক যুবক। ৯১১ নম্বরে ফোন করে পুলিশে তিনি জানান, ফ্রিজটি জঙ্গলের মধ্যে পড়েছিল। তার দরজা খুলেই একটি মৃতদেহ দেখতে পান তিনি। পচাগলা দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

 

গলার হার, ট্যাটু দেখে পুলিশ তদন্তে নামে। জানা যায়, দেহটি ৫০ বছর বয়সি এক মহিলার। তার চারমাস আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁর দুই সন্তান ছিল। বিবাহবিচ্ছেদের পর একটি সম্পর্কেও ছিলেন। তাঁর প্রেমিক জানতেন, মহিলা নিখোঁজ। তা সত্বেও মেক্সিকোতে পালিয়ে যান। পুলিশের সন্দেহ, প্রেমিকই মহিলাকে খুন করেছেন। এরপর দেহটি ফ্রিজের মধ্যে রেখে ঘন জঙ্গলে রেখেই পালিয়ে যান। প্রেমিকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।