আজকাল ওয়েবডেস্ক: প্লাস্টিক এমন একটি বস্তু যা সহজে নষ্ট হয় না। এটি পৃথিবীর কোনও অংশ গিয়ে ধ্বংস হয় না। একমাত্র আগুন নিয়ে যদি একে পুড়িয়ে ফেলা যায় তাহলে এটি শেষ হয়। নাহলে একে বিনাশ করা একেবারে অসম্ভব। 

 


তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা থেকে উঠে এসেছে বিরাট বিপদের একটি সঙ্কেত। সেখান থেকে দেখা গিয়েছে জলের মধ্যে যে প্লাস্টিক ভেসে রয়েছে বা ডুবে রয়েছে সেগুলিকে এক ধরণের পোকা খেয়ে ফেলছে। এরপর এগুলি আরও বেশি ধ্বংসকারী হিসাবে সামনে এসেছে।


এক পিএইচডি প্রফেসর জানিয়েছেন, যেভাবে সমুদ্রের নীচে প্লাস্টিকের রাজত্ব শুরু হয়েছে তা আগামীদিনে অনেক বড় ক্ষতি করবে। যারা সহজ মন নিয়ে জলের মধ্যে প্লাস্টিক ফেলে দিচ্ছেন তারা এটা হয়তো জানেন না কীভাবে এই প্লাস্টিক খেয়ে নিচ্ছে একধরণের পোকা। এই পোকাগুলি জলের মধ্যে রয়েছে। এগুলি প্লাস্টিক খেয়ে নেওয়ার ফলে তাদের শক্তি বাড়ছে। পাশাপাশি প্লাস্টিকগুলিও জলের মধ্যে আরও বেশি বিষাক্ত আকার ধারণ করছে।

 


যখন এই প্লাস্টিক পোকারা খেয়ে নিচ্ছে তখন এগুলি অনেক বেশি ছোটো আকারে পরিনত হচ্ছে। ফলে সেখান থেকে এগুলিকে সহজ চোখে দেখা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। এরপর এই প্লাস্টিক যখন সমুদ্রের প্রাণীর পেটে চলে যাচ্ছে সেগুলি একেবারে হজম হচ্ছে না। সেখান থেকে সেই সমুদ্রের মাছ সরাসরি চলে আসছে আমাদের খাবারের প্লেটে। তাহলে দেখা গেল পাস্টিক ফের চলে আসছে আমাদের খাবারে। আমরা না বুঝে সেই খাবার খেয়ে নিচ্ছি। দেহে নানা ধরণের অসুখের সূত্রপাত এখান থেকেই।


চিকিৎসকরা বলছেন আগামীদিনে প্লাস্টিক থেকে এমন নতুন রোগ তৈরি হবে যার ওষুধ বের করা অসম্ভব হয়ে যাবে। সমুদ্রের যে পোকা প্লাস্টিক খেয়ে এতে বিষ দিয়েছে তার পরিমান অতি মারাত্বক। এই বিষ অতি ধীরে মানবদেহকে নষ্ট করেত সক্ষম। ফলে প্লাস্টিক জলে ফেলার আগে সকলের উচিত এই বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করা।