বুধবার ২২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সোমবারের সন্ধ্যায় ‘মনডে ব্লুজ’ নয়, বরং হাসাহাসি করে, চা-কফির সঙ্গে তুমুল আড্ডা মেরে বহু বছরের পুরনো বন্ধু-সহকর্মীদের সঙ্গে সময় কাটানো - এ যেন প্রায় আকাশকুসুম চিন্তা। কিন্তু তাই-ই করে দেখালেন টলিপাড়ার তাবড় তাবড় তারকা, অভিনেতা,অভিনেত্রীরা। কার উদ্যোগে? ‘নবাব’ রঞ্জিত মল্লিকের। সোমবার সন্ধ্যায় গরম কফির সঙ্গে শীতকালীন আড্ডা মারতে রঞ্জিত মল্লিকের বাড়িতে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, বিপ্লব চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবযানী চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দেবদূত ঘোষ। রঞ্জিত নিজে তো ছিলেন-ই।
নিজেদের এই আড্ডার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ যে ছবিটা শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে, টেবিলের উপর রাখা চায়ের কাপ, বিস্কুটের প্লেট। আর তার চারপাশে বসে টলিউডের এই জনপ্রিয় তারকারা। আর তা দেখামাত্রই নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছেন বহু মানুষ। কারণ পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বিপ্লব চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীকে দেখা যায়না বহু, বহু বছর। এই স্টারকাস্টই তো একসময় টলিপাড়ার বক্স অফিস কাঁপিয়েছিল দিনের পর দিন। কী নিয়ে আড্ডা মারলেন তাঁরা? একসঙ্গে তাঁদের হঠাৎ জমায়েত কি নিছক আড্ডা-ই না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?
বিপ্লব চট্টোপাধ্যায় আজকাল ডট ইন-কে জানালেন বহু বছর পর পুরনো সহকর্মীদের সঙ্গে এরকম সন্ধ্যা কাটাতে পেরে যারপরনাই তৃপ্ত তিনি। বলে উঠলেন, “খুব, খুব ভাল লেগেছে। এখনও কালকের আড্ডার আমেজ কাটেনি। কতদিন পর যে আমরা সবাই তুমুল আড্ডা মারলাম...আড্ডায় পুরনো দিনের কথা যেমন উঠে এসেছে তেমনই ছিল ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আর্টিস্ট ফোরাম শিল্পীদের জন্য কী কী করতে পারে, সেসব নিয়েও একপ্রস্থ আলোচনা হয়েছে।" তারপর খানিক থেমে মজার সুরে বর্ষীয়ান অভিনেতা বলে উঠলেন, “দেখলেন তো, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো সময়ের অভিনেতা-অভিনেত্রীরা একসঙ্গে দেখে আজও যে বাংলা ছবিপ্রেমীরা কৌতূহলী হচ্ছেন সমাজমাধ্যমে, এটা দেখেও ভাল লাগে। আরও একটা ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি...এরকম আড্ডা যদি মাঝেমধ্যেই নিয়ম করে মারা যায়। কারণ পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাৎ করাটা খুব জরুরি। আমি তো শেষ অবধি ছিলাম রঞ্জিত মল্লিকের বাড়িতে।”
চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, প্রধানত আড্ডা এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামকে আরও সুসংগঠিত করতে এই চা-চক্রের আয়োজন করা হয়েছিল। কলাকুশলীদের স্বার্থরক্ষার পাশাপাশি বাংলা বিনোদন দুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে সংগঠন যা যা করতে পারে সেই বিষয়েও এ দিন আলোচনা হয়।
রঞ্জিত মল্লিক ফোরামের সভাপতি-ও বটে। তিনি আজকাল ডট ইন-কে বললেন, “দেখুন, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস’ ফোরাম নিয়ে আলোচনা তো হয়েছেই। নানান পরিকল্পনা করা হয়েছে। নতুন কমিটি নিয়ে ভাবনার কথাও বলা হয়েছে। এছাড়া, অবশ্যই আড্ডা। নিখাদ আড্ডা। খুব রিফ্রেশিং লেগেছে তা আমাদের সবার। ভবিষ্যতেও এমন আড্ডা হবে। আয়োজন করবই। সবাই কথা দিয়েছেন, আসবে। বুম্বা, বিপ্লব, দীপক, জিৎ....এ ওর পিছনে লেগেছে, হাসাহাসি হয়েছে আবার গুরুত্বপূর্ণ আলোচনাও হয়েছে। আমি তো এখন প্রায় রিটায়ার্ড...এই আড্ডাগুলো খুব জরুরি আমার কাছেও।”
#prosenjitchatterjee#biplabchatterjee#jeet#chiranjeetchakraborty#ranjeetmullick
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
Breaking: 'অষ্টমী'র পর ফের ছোটপর্দায় ফিরছেন শিঞ্জিনী, কোন চরিত্রে দর্শকের মন কাড়বেন অভিনেত্রী?...
‘ক্যানসারে আক্রান্ত নন হিনা, প্রচারে থাকার জন্য এসব করছেন’ কোন যুক্তিতে বিস্ফোরক দাবি অভিনেত্রী রোজলিনের? ...
পাতাল প্রবেশেও স্বর্গের খোঁজ, কতটা নজর কাড়ল 'পাতাল লোক ২'?...
Breaking: পাভেলের পরিচালনায় রাস্কিন বন্ড এবার হিন্দি সিরিজে! বিশেষ চরিত্রে থাকছেন টলিপাড়ার কোন অভিনেতা?...
শুধু হিয়া নয়, শাশ্বত চট্টোপাধ্যায়ের রয়েছে আরও এক ‘কন্যা’! চেনেন তাঁর ‘দ্বিতীয় সন্তান’কে?...
বড়দের একেবারেই সম্মান করতে জানে না আরাধ্যা! মেয়েকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেক বচ্চনের...
ধারাবাহিকে নায়ক হয়ে ফিরছেন ফাহিম মির্জা, বিপরীতে কোন নায়িকা?...
‘…বিবেক বলে কিছু নেই!’ কড়া কথা লিখেও মুছলেন করিনা! মেজাজ হারিয়ে এমন কি লিখেছিলেন সইফ-পত্নী? ...
প্রীতম-এলিটার সঙ্গে নতুন শুরু জয়া আহসানের, গায়িকা নাকি আইটেম ডান্সার কীভাবে দেখা যাবে অভিনেত্রীকে?...
Breaking: ভোজপুরি নায়কের প্রেমে দর্শনা! বাধা হয়ে দাঁড়াবেন খরাজ-লাবণী? কী চলছে টিনসেল টাউনে?...
নাচের তালে বিয়ের আসরে এন্ট্রি নিলেন রুবেল, বৈদিক মতে চার হাত এক হল রুবেল-শ্বেতার...
সইফের বাড়ির ১২ তলায় কীভাবে উঠেছিল হামলাকারী শরিফুল, জানাল মুম্বই পুলিশ...
হাসপাতালে ভর্তি সইফ, তবু করিনাকে দুশ্চিন্তা না করার কেন পরামর্শ রবি কিষেণ-এর?...
বড়পর্দায় আসছেন গোবিন্দা-পুত্র, তাঁকে সঙ্গ দিতে আসছেন আরও এক তারকা-পুত্র! চেনেন তাঁকে?...
দাম্পত্যে কতটা টান থাকলে শেষপর্যন্ত একসঙ্গে থাকা যায়? প্রশ্ন উস্কে প্রকাশ্যে অঞ্জন-অপর্ণার ছবির ঝলক ...