আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে এবার নতুন সংযোজন দোতলা বাস রেস্তরাঁ! নাম, পাম্পকিন। উত্তরপ্রদেশেও এই প্রথমবার চালু হল দোতলা বাস। এই বাস রেস্তরাঁয় খেতে খেতেই ভক্তরা উপভোগ করতে পারছেন প্রয়াগারাজের মহাকুম্ভের অপরূপ সৌন্দর্য। সোমবারই সূচনা হয়েছে এই রেস্তোরাঁটির।

বাসটির নিচের তলায় রয়েছে রান্নাঘর। আর উপরের অংশে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দোতলা বাস রেস্তরাঁয় একসঙ্গে ২৫ জন বসে খাওয়া-দাওয়া করতে পারবেন। কিন্তু, আমিষ নয়- এই বিশেষ রেস্তরাঁয় শুধুই মিলবে নিরামিষ হরেক পদ। যেসব ভক্ত উপোস করবেন ভাবছেন তাঁদের কথা বিবেচনা করে সাদ্যের মধ্যে রয়েছে বিশেষ থালির আয়োজন।

মহাকুম্ভ থেকে শুরু হওয়া পাম্পকিন ব্র্যান্ডের এই দোতলা বাস রেস্তোরাঁ পরবর্তীতে বারাণসী, মথুরা এবং অযোধ্যার মতো ধর্মীয় স্থানে চালু করা হতে পারে।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে মহা কুম্ভমেলা চলবে। ততদিন সেখানেই থাকবে এই রেস্তোরাঁ। প্রতি ১২ বছর অন্তর মহাকুম্ভ বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়ে থাকে। আজ পর্যন্ত, মহাকুম্ভের নবম দিনে ঠান্ডা আবহাওয়া এবং ঘন কুয়াশা সত্ত্বেও ১৫ লক্ষ ৯০ হাজারেরও বেশি ভক্ত সঙ্গমে পূণ্যস্নান করেছেন।