আজকাল ওয়েবডেস্ক: ইডেনের ভারত-ইংল্যান্ড লড়াই মহম্মদ সামির জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচ বলে চিহ্নিত হচ্ছে।
সেই ম্যাচে অর্শদীপ সিং ইতিহাস তৈরি করতে পারেন। আর দু'টি উইকেট নিতে পারলেই অর্শদীপ টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হবেন।
২০২২ সালের জুলাইয়ে অভিষেক হয় অর্শদীপের। ৬০টি ম্যাচে ৯৫টি উইকেট তাঁ ঝুলিতে। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে আর দু'টি উইকেট নিলেই অর্শদীপের উইকেট সংখ্যা হবে ৯৭। তিনি ছাপিয়ে যাবেন যুজবেন্দ্র চহালের সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ডকে। যুজবেন্দ্র চহালের উইকেট সংখ্যা ৯৬। ৮০ টি ম্যাচে চহালের ঝুলিতে এই সংখ্যক উইকেট।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু অর্শদীপ সিং প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী হন। আফগানিস্তানের ফজলহক ফারুকি ও অর্শদীপ ৮টি ম্যাচ থেকে ১৭টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন।
সব ঠিকঠাক থাকলে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামির সঙ্গে বোলিং করবেন অর্শদীপ। আর দু'টি উইকেট নিলেই নতুন রেকর্ডের মালিক হবেন অর্শদীপ।
