আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ক্রিকেটারদের ওপর দশ দফা নির্দেশিকা জারি করেছে বোর্ড। তারমধ্যে একটি নিয়ম অনুযায়ী, পুরো সফর ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার থাকতে পারবে না। নির্দিষ্ট কয়েকদিন বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়মের পক্ষে নয় জস বাটলার। বুধবার থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ। ইডেনে উদ্বোধনী ম্যাচ। তার আগের দিন দুপুরে ইংল্যান্ডের অধিনায়ক সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন, বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকা উচিত। বাটলার বলেন, 'আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আমরা এখন আধুনিক জগতে বসবাস করি। আমার মতে সফরে পরিবার থাকা ভাল, এবং সেটা উপভোগ করা উচিত। ক্রিকেটের জন্য প্লেয়ারদের দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়। আমার মনে হয় কোভিডের পর এই বিষয়টা তুলে ধরা হচ্ছে। আমার মতে পরিবার সঙ্গে থাকলে তাতে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয় না।' 

বিসিসিআইয়ের নিয়মের পক্ষে না হলেও, ইংল্যান্ডের অধিনায়ক জানিয়ে দিলেন, পরিবারের জন্য যাতে ক্রিকেটে প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে ক্রিকেটারদের। এই প্রসঙ্গে বাটলার বলেন, 'আমার মতে এটা ম্যানেজ করা কঠিন নয়। ব্যক্তিগতভাবে আমার তেমনই ধারণা। পরিবারের সঙ্গে খেলার কথা বলেও মনে হালকা রাখা যায়। সেক্ষেত্রে বাড়ির বাইরে থাকার অনুভূতিটাও আসবে না।' বুধবার ক্রিকেটের নন্দনকাননে প্রথম টি-২০ তে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। এই ইডেনেই গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেটের নন্দনকাননকে হাতের তালুর মতো চেনেন ভারতের হেড কোচ। তাঁর স্ট্র্যাটেজিকে মাত দেওয়ার জন্য ইংল্যান্ডের হাতিয়ার ব্রেন্ডন ম্যাকালাম। যিনি একসময় নাইট শিবিরে গম্ভীরের সঙ্গে ছিলেন।