আজকাল ওয়েবডেস্ক: বুধবার কলকাতার ইডেনে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইন্ডিয়া-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ উপলক্ষ্যে দর্শকদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলওয়ে। ম্যাচের দিন যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে দুটি অতিরিক্ত ১২-কোচের ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিশেষ প্রেস বিবৃতিতে পূর্ব রেলের তরফে জানানো হয়, ইডেনে টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষ্যে দুটি স্পেশাল ট্রেন চালানো হবে। চক্ররেলের রুটেই দুটি ট্রেন চালানো হবে।
একটি ট্রেন প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ছেড়ে রওনা দেবে বারাসাতের উদ্দেশে। এই ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে রওনা হবে বুধবার রাত ১১:৫০ মিনিটে। এই ট্রেনটি বারাসাত পৌঁছাবে বৃহস্পতিবার রাত ১:০০ নাগাদ। অন্য ট্রেনটি বিবাদী বাগ স্টেশন থেকে ছেড়ে রওনা দেবে বারুইপুরের উদ্দেশে। এটি বিবাদী বাগ থেকে রওনা হবে রাত ১২:০২ নাগাদ। বারুইপুর পৌঁছবে রাত ১:৩২ মিনিটে। দুটি ট্রেনই যাত্রাপথে প্রতিটি স্টেশনে থামবে বলে জানিয়েছে পূর্ব রেল। ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি। বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরে ফের ইডেন ভাসবে আবেগের স্রোতে।
