আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরেও পুরনো মেসি। ইন্টার মায়ামির হয়ে প্রি সিজনের ম্যাচে মেসি গোল করেন। তাঁর দল ইন্টার মায়ামি পেনাল্টি শুট আউটে হারায় 
মেক্সিকোর ক্লাব আমেরিকাকে। 

সেই ম্যাচ চলাকালীন মেক্সিকান ক্লাবের সমর্থকরা মেসিকে টীপ্পনী কাটেন। মেসিও প্রতিক্রিয়া দেখান। আর্জেন্টাইন মহাতারকা আঙুল দিয়ে দেখান আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপ জিতেছে। মেক্সিকো একবারও বিশ্বকাপ জিততে পারেনি। 

মেসির এহেন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মেক্সিকোর প্রাক্তন মিডফিল্ডার আদোলফো বাউতিস্তা এলএম ১০-এর শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। 

 বাউতিস্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি মেসিকে খেলোয়াড় হিসেবে পছন্দ করি। কিন্তু আমার দেশকে নিয়ে যে প্রতিক্রিয়া তুমি দেখিয়েছো তাতে তোমার শিক্ষার অভাবই প্রকট হয়ে ওঠে।''

 

?ref_src=twsrc%5Etfw">January 20, 2025

মেক্সিকান প্রাক্তনের এই মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠেছে। মেসি অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি। সবাই তাকিয়ে মেসির দিকে। বিশ্বজয়ী তারকা কী বলেন, তার অপেক্ষায় সবাই।