আজকাল ওয়েবডেস্ক:  রাজকোটে ২৩ জানুয়ারি সৌরাষ্ট্র নয়। সবকিছু ঠিক থাকলে ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে ব্যাট হাতে দেখা যাবে বিরাট কোহলিকে। 

২০১২ সালে শেষ বার দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছিল কোহলিকে। উত্তর প্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে দিল্লি হার মেনেছিল। বীরেন্দ্র শেহবাগ সেঞ্চুরি হাকিয়েছিলেন সেই ম্যাচে। কোহলির সেই সতীর্থরা এখন কী করেন? 

গৌতম গম্ভীর: ২০১৮ সালে গৌতম গম্ভীর সব ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। ২০২৪  সালের জুলাই থেকে দেশের কোচ গম্ভীর।  কোহলি এখন গম্ভীরের কোচিংয়ে খেলছেন। 

বীরেন্দ্র শেহবাগ: ২০১৫ সালে ক্রিকেট থেকে সরে যান বীরেন্দ্র শেহবাগ। ধারাভাষ্যকার হিসেবে বীরুকে দেখা যায়। 

উন্মুক্তচাঁদ: তাঁর ক্যাপ্টেন্সিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তিনি এখন  মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেও দেখা যায় উন্মুক্ত চাঁদকে। 

মিঠুন মানহাস: ২০১৭ সালে মিঠুন মানহাস শেষ বার খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। গুজরাট টাইটান্সের সহকারী কোচ হিসেবে দেখা গিয়েছিল মিঠুন মানহাসকে। 

পুণীত বিস্ত: ২০২৩ সালেও মেঘালয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছে পুণীত বিস্তকে। 

সুমিত নারওয়াল: ২০১৭ সালে অবসর নেন তিনি। ক্রিকেট থেকে দূরে রয়েছেন সুমিত। 

প্রদীপ সাঙ্গওয়ান: ২০২৩ সালে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষবার দেখা গিয়েছিল প্রদীপ সাঙ্গওয়ানকে। 

আশিস নেহরা: ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন আশিস নেহরা। তিনি এখন আইপিএল ক্রিকেটে। গুজরাট টাইটান্সের কোচ তিনি। 

ইশান্ত শর্মা: ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন ইশান্ত শর্মা। ২০২৫ সালে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স তাঁকে দলে নেয়। 

বিকাশ মিশ্র: কনিষ্ঠ সদস্য। ২০২৪ সালে রঞ্জি ট্রফিতে দিল্লি-মেঘালয় ম্যাচে খেলতে দেখা গিয়েছিল বিকাশ মিশ্রকে।