আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ভিন্দ জেলার তহসিলদারের অফিসে এক মহিলাকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রাজস্ব বিভাগের এক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সোমবার গোহাদের তহসিলদারের অফিসে এই ঘটনা ঘটে। মারধরের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গোহাদের এসডিএম পরাগ জৈন বলেছেন যে, তিনি একজন কেরানি নভল কিশোর গৌড়কে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। কারণ সে একজন মহিলার সঙ্গে অশ্লীল আচরণ করেছিল এবং তাঁকে আক্রমণও কেরছিলেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে, কিশোর গৌড়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন গোহাদ থানার ইনচার্জ মনীশ ধাকাড।

প্রাথমিক তথ্য অনুসারে, ৫২ বছর বয়সী ওই মহিলা এবং তাঁর স্বামী সোমবার অনলাইনে জমি মিউটেশনের জন্য তহসিলদারের অফিসে গিয়েছিলেন। অভিযোগকারীর দাবি, তিনি গত ছয় মাস ধরে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অফিসে আসছেন। কিন্তু কাজ হচ্ছে না। অভিযুক্ত সরকারি কর্মী কাজটি করতে অস্বীকার করছিল বারংবার। কেন তিনি কাজ করবেন না, তা ওই  মহিলা জানতে চাইলে তর্ক করতে থাকেন অভিযুক্ত কিশোর গৌড়। পরে মহিলাকে জুতো দিয়ে সে  লাথি মারেন বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে।