শনিবার ১৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৯ ডিসেম্বর ২০২৩ ১৩ : ১৯Sumit Chakraborty
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ‘হার ভুলে মাঠে নেমে পড়ুন। লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর বিলম্ব নয়, এখনই নেমে পড়তে হবে।’ চার রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে এই বার্তাই দিল কংগ্রেস হাইকমান্ড। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। পাঁচ রাজ্যের মধ্যে কেবল তেলেঙ্গানায় মুখরক্ষা হয়েছে কংগ্রেসের। বাকি চার রাজ্যে দলের হার নিয়ে পর্যোলোচনা বৈঠক অনুষ্ঠিত হল রাজধানী দিল্লিতে। শুক্রবার ও শনিবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং মিজোরামের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক করলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কে সি বেণুগোপালরা। বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, লোকসভা নির্বাচন আসন্ন, বিধানসভা ভোটের হার ভুলে ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়তে হবে। এজন্য এখন থেকেই রাজ্যে রাজ্যে নেমে পড়তে হবে। শনিবার ২৪, আকবর রোডে কংগ্রেস দপ্তরে রাজস্থানের হার নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। ওই বৈঠকে অশোক গেহলট, শচীন পাইলট, গোবিন্দ সিং দোটাসারারা হাজির হয়েছিলেন। বৈঠকের পর দলের ইন-চার্জ সুখজিন্দর সিং রনধাওয়া দাবি করেন,‘ভোট শেয়ারের নিরিখে বিজেপির থেকে সামান্য পিছিয়ে কংগ্রেস। বেশ কিছু আসনে সামান্য ভোটের জন্য হারতে হয়েছে। শীর্ষ নেতৃত্ব আমাদের পরামর্শ দিয়েছে লোকসভা নির্বাচনের জন্য আজ থেকেই যেন নেমে পড়তে হবে।’
মধ্যপ্রেদশের ভোট ভরাডুবি নিয়ে শুক্রবার বৈঠক হয়। বৈঠকের পরে রাজ্যের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বদল হবে কি না, পরিষদীয় দলের নেতা কে হবেন, তা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঠিক করবেন।’সেদিনই ছত্তিশগড়ের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। রাজ্যের এইআইসিসি ইন-চার্জ কুমারী শেলজা জানান,পাঁচ বছর সরকারে থাকলেও কংগ্রেসের ভোটের হার কমেনি। সবাই জয়ের বিষয়ে নিশ্চিত ছিল। তবে কংগ্রেস লোকসভা নির্বাচনে পুরো শক্তি দিয়ে লড়বে দল। সূত্রের খবর শিগগিরই রাজ্যে সংগঠনে রদবদল করবে কংগ্রেস। তিন রাজ্যের নেতারাই শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন বিধানসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে লোকসভা ভোটে ঘুরে দাঁড়াবে দল। ৩ রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে হারই কংগ্রেসকে সবথেকে বেশি ধাক্কা দিয়েছে। কারণ, এই দুই রাজ্যে জয় নিয়ে কংগ্রেস নেতৃত্ব নিশ্চিত ছিলেন। শনিবার মিজোরামের হার নিয়েও পর্যালোচনা বৈঠক করেছে কংগ্রেস।
এদিকে, ভোটের ফল প্রকাশের ৬ দিন অতিক্রান্ত হলেও বিজেপি এখনও ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী-মুখ বাছাই করতে পারেনি। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী কয়েদিনের মধ্যেই নাম ঘোষণা হয়ে যাবে। পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তিন রাজ্যেই। তারা বিধায়ক দলের বৈঠক করবেন। তারপরেই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর। বিজেপির মুখ্যমন্ত্রী বাছাইয়ে দেরি নিয়ে কংগ্রেস কটাক্ষ করছে। দলের নেতা অশোক গেহলট বলেন,‘কংগ্রেসের মুখ্যমন্ত্রী বাছতে দেরি হলে গেলগেল রব তুলে দেওয়া হয়, আজ ৬ দিন হয়ে গেল এখনও বিজেপি মুখ্যমন্ত্রী বাছাই করতে পারলনা!
বিশেষ খবর
নানান খবর

নানান খবর

ঘণ্টার পর ঘণ্টা স্নান করার অভ্যাস বধূর! স্নানঘরে কী করেন? উঁকি দিতেই চক্ষু চড়কগাছ শাশুড়ির ...

প্রাক্তন প্রেমিককে ১০০ পিৎজা পাঠালেন তরুণী! ভালবাসার দিনে উপহার না প্রতিশোধ? ...

অটো চালকের চড়ে মৃত্যু গোয়ার প্রাক্তন বিধায়কের...

রেলের টিকিটে প্রবীণদের জন্য ফের ৫০ শতাংশ ছাড়! কোন কোন ট্রেনে কবে থেকে? জেনে নিন...

মদের বোতল খুলে ক্লাসরুমেই জন্মদিন পালন, তাও আবার শিক্ষকের সামনেই, ভাইরাল ভিডিও...

ভারতে বাড়ছে ঘৃণা ভাষণ, বলছে রিপোর্ট

পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার স্থির করতে শীঘ্রই বৈঠক...

আটা মাখার সময় এ কী করলেন ধাবার রাঁধুনি! ভিডিও দেখলে ঘুম উড়বে...

জালের জানলা দিয়েও বিক্রি হল চা, অবাক হল সোশ্যাল মিডিয়া......

উর্দু নয় পড়াতে হবে সংস্কৃত, প্রবল বিতর্ক তৈরি হল রাজস্থানের সরকারি স্কুলে...

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনেই চটে লাল আসামী, জুতো ছুঁড়ে মারলেন মহিলা বিচারককে! ...

যৌন কেলেঙ্কারির অভিযোগ এবার খোদ পুলিশকর্তার বিরুদ্ধে! উত্তাল হল চেন্নাই...

নৃশংস, জাত তুলে গালিগালাজ, প্রতিবাদ করতেই দলিত ছাত্রের হাত কাটল তিন উচ্চবর্ণের যুবক!...

হন্যে হয়ে খুঁজেও মুখ্যমন্ত্রী বাছাইয়ে ব্যর্থ বিজেপি! মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি...

প্রয়াগরাজ যেতে পারছেন না? একটি ছবি পাঠালেই হয়ে যাবে আপনার ‘কুম্ভ স্নান’, বিজ্ঞাপন দেখেই তুমুল হইচই...