নিজস্ব সংবাদদাতা: সব কথা যখন পরস্পরকে বলা হয়ে যায়, তখন কি নতুন করে বাঁচা যায়? অথবা সারা জীবন একসঙ্গে কাটানোর পরও কত কথা বলা হয় না! সেই সব অব্যক্ত অভিযোগ, অভিমান, অনুভূতি যাপনের একটি রাতের গল্প ফুটিয়ে তুলতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন।শেষবার অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এক যে ছিল রাজা’ ছবিতে। এবার ফের এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর পরিচালনায় 'এই রাত তোমার আমার' ছবিতে ফিরছে এই জুটি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ ছবির কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’। সেই নস্টালজিয়ার রেশ পাওয়া যাবে এই ছবিতেও।‌ ছবিতে অঞ্জন-অপর্ণার চরিত্র দু'টির নাম যথাক্রমে ‘অমর’ এবং ‘জয়িতা’। খবর, স্রেফ তাঁরা নাকি থাকবেন গোটা ছবি জুড়ে। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন পরম।

 

 

সম্প্রতি, দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে মুক্তি পেল ‘এই রাত তোমার আমার’ ছবির ঝলক। উপস্থিত ছিলেন অঞ্জন-অপর্ণা এবং অবশ্যই পরমব্রত চট্টোপাধ্যায়। অপর্ণা সেন অল্প কথায় বললেন, “এই ছবিতে অভিনয় করছি, আমার বিপরীতে অঞ্জন আছে বলেই। ওর সঙ্গে অভিনয় করাটা আমার কাছে খুব ভাল লাগার। ছবিতে একসঙ্গে অনেক মুহূর্তের সাক্ষী হয়েছি, যা দর্শক নিজেদের সঙ্গে মিল খুঁজে পাবেন।” অঞ্জন দত্তের কথায়, “খুব অল্প বয়সে পরমকে ছবির জগতে আমি এনেছিলাম। সেই পরম আজ আমায় আর রিনাদিকে একসঙ্গে পরিচালনা করছে। এই বিষয়টা ভাবতেই ভাল লাগছে।” উল্লেখ্য, অঞ্জন দত্তের পরিচালনায় 'হাফ চকোলেট'-এর সুবাদে প্রথমবার পর্দায় হাজির হয়েছিলেন পরমব্রত। অন্যদিকে, অঞ্জন দত্ত অপর্ণা সেনের পরিচালনাতেও একাধিক ছবিতে কাজ করেছেন। ওদিকে অপর্ণা সেনের সঙ্গে পরমব্রতের অভিনয় দর্শক দেখেছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের 'চতুষ্কোণ' ছবিতে।  

 

‘এই রাত তোমার আমার’ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘এসভিএফ’। ইতিমধ্যেই, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে ছবিটি। ২০২৫-এর ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে অঞ্জন-অপর্ণার নতুন ছবি।